Supreme Court Recruitment: ভারতের সুপ্রিম কোর্টে (supreme Court) 80 টি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। উচ্চ বেতন পাওয়া যাবে চাকরি। আগ্রহী চাকরিপ্রার্থীরা নিম্নলিখিত যোগ্যতায় আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন দেখে নেওয়া যাক;
সুপ্রিম কোর্টে নিয়োগের (Supreme Court Recruitment) জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পদটি হল জুনিয়র কোর্ট এটেনডেন্ট (রান্না জানা) ।
পদের নাম: Junior Court attendant (Cooking Knowing)
শূন্যপদ: 80 টি। তবে এই শূন্য পদ কমতে পারে আবার বাড়তেও পারে।
বেতন: 46210 টাকা। pay level 3,
বয়সসীমা: 18 থেকে 27 বছরের মধ্যেই। 01.08.24 অনুযায়ী।
ফি: জেনারেল/ওবিসি : 400 টাকা।
SC/ST/PwBD: 200 টাকা।
অনলাইনে আবেদন করতে হবে।
আরো পড়ুন, প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি
পেমেন্ট মোড: অনলাইনে পেমেন্ট করতে হবে ।ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে।
যোগ্যতামান:
- মাধ্যমিক বা সমতুল্য পাশ হতে হবে।
- অন্তত এক বছর কুকিং এর ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে।
অভিজ্ঞতা: সুপ্রিম কোর্টে (supreme Court Recruitment) কুকিং পদে চাকরির জন্য, সরকারি দপ্তর বা সরকার পোষিত দপ্তরে বা হোটেল ও রেস্টুরেন্টে তিন বছরে কুকিং এর অভিজ্ঞতা থাকতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ:
অনলাইন রেজিস্ট্রেশন শুরু হবে 23.08.24 থেকে।
আবেদনের শেষ তারিখ: 12.09.24 পর্যন্ত।
গুরুত্বপূর্ণ লিঙ্ক:
official notification | Click here |
official website | Check now |