Staff Nurse Recruitment North 24 Pgs| পশ্চিমবঙ্গে 109 টি স্টাফ নার্স নিয়োগ

পশ্চিমবঙ্গ সরকারের( West Bengal) উত্তর ২৪ পরগনা জেলার (North 24 PGS) অন্তর্গত হেল্থ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের (Health & family welfare) অধীনে ১০৯ টি শূন্য পদে স্টাফ নার্স নিয়োগ করতে চলেছে। যোগ্য চাকরিপ্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে। কারা আবেদন করতে পারবেন? শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে? অনলাইনে আবেদনের পদ্ধতি। সমস্ত বিষয়ে ডিটেলসে এই প্রতিবেদনে আলোচনা করব।

Name of the post: staff Nurse Recruitment

বেতন: 25000 টাকা প্রতি মাস।

শূন্য পদের সংখ্যা: ১০৯ টি

Category:

CategoryVacancy
UR59
SC24
ST7
OBC-A11
OBC-B8
staff nurse Vacancy Details

Eligibility Criteria:

  1. ভারতীয় নার্সিং কাউন্সিল বা পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল থেকে GNM প্রশিক্ষণ থাকতে হবে

অথবা

B.Sc Nursing কোর্স করে থাকতে হবে। সেই সঙ্গে স্থানীয় ভাষা সম্পর্কে জ্ঞান থাকতে হবে।

বয়সসীমা:18 থেকে সর্বাধিক 40 বছর বয়স হলে আবেদন করা যাবে। বয়স গুনতে হবে 01.01.24 থেকে।

নিয়োগ প্রক্রিয়া: 100 নম্বরের মধ্যে যত বেশি নম্বর পাবে প্যানেলে সুযোগ পাওয়ার সুবিধা বৃদ্ধি পাবে।

গুরুত্বপূর্ণ তারিখ সমূহ

অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে 25.07.24 থেকে।

অনলাইন আবেদনের শেষ তারিখ 03.08.24

আগ্রহী চাকরিপ্রার্থীরা অনলাইন আবেদনের জন্য নিচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট ও নোটিফিকেশন ভালো করে দেখে তারপর আবেদন করবেন।

Notificationclick here
official websiteclick here

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

Leave a Comment