পশ্চিমবঙ্গ সরকারের( West Bengal) উত্তর ২৪ পরগনা জেলার (North 24 PGS) অন্তর্গত হেল্থ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের (Health & family welfare) অধীনে ১০৯ টি শূন্য পদে স্টাফ নার্স নিয়োগ করতে চলেছে। যোগ্য চাকরিপ্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে। কারা আবেদন করতে পারবেন? শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে? অনলাইনে আবেদনের পদ্ধতি। সমস্ত বিষয়ে ডিটেলসে এই প্রতিবেদনে আলোচনা করব।
Name of the post: staff Nurse Recruitment
বেতন: 25000 টাকা প্রতি মাস।
শূন্য পদের সংখ্যা: ১০৯ টি
Category:
Category | Vacancy |
UR | 59 |
SC | 24 |
ST | 7 |
OBC-A | 11 |
OBC-B | 8 |
Eligibility Criteria:
- ভারতীয় নার্সিং কাউন্সিল বা পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল থেকে GNM প্রশিক্ষণ থাকতে হবে
অথবা
B.Sc Nursing কোর্স করে থাকতে হবে। সেই সঙ্গে স্থানীয় ভাষা সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
বয়সসীমা:18 থেকে সর্বাধিক 40 বছর বয়স হলে আবেদন করা যাবে। বয়স গুনতে হবে 01.01.24 থেকে।
নিয়োগ প্রক্রিয়া: 100 নম্বরের মধ্যে যত বেশি নম্বর পাবে প্যানেলে সুযোগ পাওয়ার সুবিধা বৃদ্ধি পাবে।
গুরুত্বপূর্ণ তারিখ সমূহ
অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে 25.07.24 থেকে।
অনলাইন আবেদনের শেষ তারিখ 03.08.24
আগ্রহী চাকরিপ্রার্থীরা অনলাইন আবেদনের জন্য নিচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট ও নোটিফিকেশন ভালো করে দেখে তারপর আবেদন করবেন।
Notification | click here |
official website | click here |