স্টাফ সিলেকশন কমিশনের (SSC constable Recruitment) মাধ্যমে 39481 শূন্যপদে নিয়োগ!

স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কনস্টেবল SSC constable Recruitment(GD) নিয়োগ হতে চলেছে। এ নিয়ে এসএসসি থেকে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে , দেখে নেওয়া যাক কি রয়েছে!

স্টাফ সিলেকশন কমিশন কনস্টেবল পদে (SSC constable Recruitment) নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। সেন্ট্রাল আর্মস পুলিশ ফোর্স (CAPF), SSM, রাইফেল ম্যান এবং আসাম রাইফেলস এ বহু শূন্যপদে নিয়োগ করতে চলেছে। আগ্রহী চাকরি প্রার্থীরা তাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, ফি ,নোটিফিকেশন, অনলাইন আবেদন কিভাবে করবেন দেখে নেওয়া যাক;

আরো পড়ুন, CISF 1130 কনস্টেবল পদে নিয়োগ, এখনই আবেদন করুন।

পদের নাম: SSC Constable (GD)

শূন্যপদ: 39481 টি ।

বয়সসীমা:

02.01.2002 থেকে 01.01.2007 সালের মধ্যেই যাদের জন্ম। তারা এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন।

সংরক্ষিত চাকরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

নূন্যতম বয়স হতে হবে ১৮ বছর।

সর্বোচ্চ বয়স ২৩ বছরের বেশি হলে চলবে না।

ফি:

কনস্টেবল পদে নিয়োগের জন্য অনলাইনে ফি জমা করতে হবে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ,ইন্টারনেট ব্যাংকিং ও ইউপিআই এর মাধ্যমে ফি জমা করা যাবে।

UR/OBC/ EWS চাকরিপ্রার্থীদের জন্য ১০০ টাকা ফি জমা করতে হবে।

SC/ST সংরক্ষিত চাকরিপ্রার্থীরা মহিলারা অবসরপ্রাপ্ত চাকরিপ্রার্থীদের কোন ফি জমা করতে হবে না।

শিক্ষাগত যোগ্যতা:

কনস্টেবল পদে যোগদানের জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে ম্যাট্রিক /মাধ্যমিক পাস হতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ:

এসএসসি কনস্টেবল পদে নিয়োগের জন্য গুরুত্বপূর্ণ তারিখ গুলি দেখে নেওয়া যাক।

অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে 05.09.2024 থেকে।

অনলাইন আবেদনের শেষ তারিখ 14.10.24

অনলাইন ফি পেমেন্ট করার সুযোগ পাবেন 15.10.24 পর্যন্ত।

অনলাইন সংশোধনের সময় পাবেন 05.09.2024 থেকে 07.11.24 পর্যন্ত।

কম্পিউটার বেসড পরীক্ষা (Computer Based Examination) হবে জানুয়ারি ফেব্রুয়ারি 2025 সাল।

শূন্য পদের বিবরণ:

পদের নামপুরুষমহিলা মোট শূন্যপদ
BSF13306234815664
CISF64307157145
CRPF1129924211541
SSB8190819
ITBP25644533017
AR11481001248
SSF35035
Total111122
ssc constable vacancy details

গুরুত্বপূর্ণ লিংক:

SSC Constable Official Notification

SSC constable online application

Official website

চাকরিপ্রার্থীদের কাছে অনুরোধ কনস্টেবল পদে নিয়োগের জন্য অবশ্যই আপনারা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সমস্ত তথ্য যাচাই করে তবেই আবেদন করবেন।

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

Leave a Comment