Sports Authority of India Recruitment 2024: স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় চাকরির জন্য নিয়োগ শুরু হয়েছে ।

Sports Authority of India Recruitment 2024:স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় চাকরির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । আগ্রহী প্রার্থীরা কিভাবে আবেদন করবেন তা দেখে নিন ।

কেন্দ্রীয় সংস্থায় চাকরির সুযোগ এখনই আবেদন করুন বেতন দু লাখের বেশি

১. পদের নাম : ডিরেক্টর ।

২. মোট শূন্য পদ : ১৩ টি ।

৩. বয়স সীমা :

আবেদনকারীর বয়স 56 বছরের মধ্যে হতে হবে।

৪. বেতন :

আবেদনকারীর মাসিক বেতন ৭৮,৮০০ টাকা থেকে ২,০৯,২০০ টাকা হবে।

৫. শিক্ষাগত যোগ্যতা :

আগ্রহী প্রার্থীদের এই পদের আবেদনের জন্য কেন্দ্রীয় সরকারী সংস্থা ,রাজ্য সরকারি সংস্থা ,স্বশাসিত সংস্থা ,কেন্দ্রশাসিত অঞ্চলে প্রশাসনের সঙ্গে যুক্ত অধিকারীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। প্রশাসনিক ও স্পোর্টস ম্যানেজমেন্টের কাজের সঙ্গে যুক্ত অধিকারীদের অগ্রাধিকার দেওয়া হবে । পেরেন্ট ক্যাডার বা ডিপার্টমেন্টে অ্যানালগাস পোস্টে থাকলে অথবা লেভেল ১১ ও ৫ পাঁচ বছর রেগুলার সার্ভিসে সঙ্গে যুক্ত থাকলে এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবে আগ্রহী প্রার্থীরা। প্রশাসনিক বা খেলার প্রশাসনের কাজে তিন বছরের অভিজ্ঞতা আবেদনকারীর মধ্যে অবশ্যই থাকতে হবে অথবা ফিনান্সের কাজের তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৬. আবেদন প্রক্রিয়ার সময়সীমা :

আগ্রহী প্রার্থীদের অবশ্যই ২ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে ।

৭. আবেদন প্রক্রিয়া :

স্পোর্টস অথরিটি অফ আ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্র ডাউনলোড করতে হবে এবং তা সম্পূর্ণভাবে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সমেত। ডাকযোগে পাঠাতে হবে এই ঠিকানায় – office of deputy director ( Recruitment) , Room No . 209 , Sports Authority Of India , Head Office , Gate No 10 ( East Gate) , Jawaharlal Nehru Stadium, Lodhi Road , New Delhi -110003 । ২ ডিসেম্বর বিকাল ৫ টার মধ্যে সমস্ত নথিপত্র সমেত সঠিক ঠিকানায় জমা দিতে হবে ।৩ বছরের মেয়াদে নিয়োগ করা হবে । স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট টি হল – www.sportsauthorityofindia.nic.in ।

গুরুত্বপূর্ণ লিংক:

Official website: click here

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

                                                                                                      

1 thought on “Sports Authority of India Recruitment 2024: স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় চাকরির জন্য নিয়োগ শুরু হয়েছে ।”

Leave a Comment

Exit mobile version