স্বল্প সময়ে সরকারি হেলথ কেয়ার কোর্স (Short term health care course) করে ইনকামের রাস্তা তৈরি করুন!

পশ্চিমবঙ্গ সরকারের ( short term health care course)স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন এন্ড স্কিল ডেভেলপমেন্ট এর দপ্তর, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস ছাত্র-ছাত্রীদের জন্য স্বল্প সময়ের হেলথ কেয়ার কোর্স (short term health care course) করার সুযোগ দিচ্ছে।

স্বল্প সময়ের হেলথ কেয়ার কোর্স (short Term Health care course) করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এন্ড ভোকেশনাল এডুকেশন এন্ড স্কিল ডেভেলপমেন্ট এর দপ্তর থেকে ছাত্রছাত্রীদের কাছ থেকে অনলাইন আবেদন আহ্বান করা হচ্ছে। যাতে মাত্র কয়েক ঘণ্টায় কোর্স করে নিজের চাকরির রাস্তা সু প্রশস্ত করা যাবে। কারা আবেদন করতে পারবেন? শিক্ষাগত যোগ্যতা, নোটিফিকেশন ,অনলাইন আবেদন, সমস্ত কিছু ডিটেলসে দেখে নেওয়া যাক।

আরো পড়ুন বর্তমানে এই দশটি চাকরির কোর্স করতে পারলে, চাকরি আপনার হাতের মুঠোয় চলে আসবে

বয়সসীমা:

স্বল্প সময়ের হেলথ কেয়ার কোর্স করার জন্য বয়স সীমা রাখা হয়েছে ১৬ থেকে ৪০ বছর পর্যন্ত।

শিক্ষাগত যোগ্যতা:

স্বল্প সময়ের হেলথ কেয়ার কোর্স (short term health care course) গুলি করার জন্য নূন্যতম শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে মাধ্যমিক পাস ও সাইন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাস।

মাধ্যমিক পাশে যে কোর্স গুলি করানো হবে?

কেবলমাত্র মাধ্যমিক পাস করে কয়েক ঘন্টার ট্রেনিং করে এই কোর্সগুলি কমপ্লিট করতে পারবেন তা হলো-

  1. হেলথ ওয়ার্কার অ্যাটেনডেন্ড: ট্রেনিং এর সময় ৩৬০ ঘন্টা।
  2. ব্লাড কালেকশন অ্যাসিস্ট্যান্ট: ট্রেনিং এর সময় লাগবে ৭২০ ঘন্টা।
  3. এল ডার্লিং ও ডিজেবল কেয়ার অ্যাসিস্ট্যান্ট: ট্রেনিং এর সময় ৭২০ ঘন্টা।
  4. হেলথ ওয়ার্কার অ্যাসিস্ট্যান্ট: ট্রেনিং এর সময় ৭২০ ঘন্টা।
  5. মেডিকেল ল্যাব অ্যাসিস্ট্যান্ট: ট্রেনিং এর সময় ৭২০ ঘন্টা।
  6. ইসিজি টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট: ট্রেনিং এর সময় ৭২০ ঘন্টা।
  7. এক্সরে টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট: ট্রেনিং এর সময় ৭২০ ঘন্টা।

উচ্চ মাধ্যমিক পাশে যে সমস্ত কোর্স গুলি করানো হবে?

  1. হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েট: ট্রেনিং এর সময় ১২৬০ ঘন্টা।
  2. ব্লাড এন্ড প্যাথলজিকাল sample কালেকশন এসোসিয়েট: ট্রেনিং এর সময় ১২৬০ ঘন্টা ঘন্টা।
  3. ইমারজেন্সি মেডিকেল অ্যাসোসিয়েট: ট্রেনিং এর সময় ১২৬০ ঘন্টা।
  4. মাল্টি স্কিল্ড হেলথ ওয়ার্কার এসোসিয়েট: ট্রেনিং এর সময় ১২৬০ ঘন্টা।
  5. নিউট্রিশন প্ল্যানার অ্যাসোসিয়েট: ট্রেনের সময় ১২৬০ ঘন্টা।
  6. কার্ডিয়াক কেয়ার অ্যাসোসিয়েট: ট্রেনিং এর সময় ১২৬০ ঘন্টা।
  7. মেডিকেল ল্যাব অ্যাসোসিয়েট: ট্রেনিং এর সময় ১২৬০ ঘন্টা।
  8. মেডিকেল রেডিও ইমাজিং এসোসিয়েট: ট্রেনিংয়ের সময় ১২৬০ ঘন্টা।

উপরিউক্ত কোর্স গুলির সমস্ত ডিটেলস পেয়ে যাবেন কাউন্সিলের ওয়েবসাইট www.sctvesd.wb.gov.in/accademic/sttc/sttc_course থেকে। সমস্ত কোর্স গুলি অন জব ট্রেনিং (On Job Training) দের জন্য বাধ্যতামূলক।

আবেদন করবেন কিভাবে?

স্বল্প সময়ের হেলথ কেয়ার কোর্স (short term health care course) করার জন্য আবেদন করতে হবে অনলাইনে। আগ্রহীদের অনুরোধ করা হচ্ছে এই কোর্সগুলি করার জন্য অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে কাউন্সিলের ওয়েবসাইটে। ওয়েবসাইটটি হলো www.sctvesd.wb.gov.in

অনলাইন আবেদন করার জন্য একটি সক্রিয় ইমেইল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। যার মাধ্যমে আবেদনকারীর ভেরিফিকেশন হবে। অনলাইন আবেদন স্টুডেন্ট, এডমিশন হেলথ কেয়ার কোর্স সেইসঙ্গে আবেদন করতে হবে অনলাইনে।

অনলাইন আবেদনের শেষ তারিখ 25.09.2024

যারা আগে থেকেই অনলাইন ফরম ফিলাপ করে রেখেছেন , তাদের আর নতুন করে ফরম ফিলাপ করতে হবে না।

official Notification: Click here

Official Website: Click here

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

Leave a Comment