পুজোর ছুটিতে একাদশ শ্রেণির (Semester II online class) দ্বিতীয় সেমিস্টারের ক্লাস করতে হবে অনলাইনে। নির্দেশিকা জারি করেছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন (wbchse) জানিয়ে শুরু হয়েছে বিতর্ক। কবে থেকে ক্লাস করতে হবে? কিভাবে ক্লাস করতে হবে ?বিস্তারিত দেখে নেওয়া যাক।
উচ্চ মাধ্যমিকের পর কলা বিভাগ নিয়ে পড়াশোনা করে কি কি চাকরি পাওয়া যায়
গত ৩০ সেপ্টেম্বর শেষ হয়েছে একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার পরীক্ষা । এই পরীক্ষা হয়েছে সম্পূর্ণ নতুন সিলেবাস ও নতুন প্রশ্নপত্রের ধরন নিয়ে। এবার একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার জন্য অনলাইন ক্লাস করা নির্দেশ দিল কাউন্সিল । সেই নোটিফিকেশন এ বলা হয়েছে 21.10.24 থেকে 30.10.24 তারিখের মধ্যে অনলাইন ক্লাস (Semester II Online Class) করতে হবে । এ নিয়ে প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে। বলা হয়েছে সম্পূর্ণ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে অনলাইনে এই ক্লাসগুলি নিতে হবে।
আগামী 08.10.24 থেকে সমস্ত স্কুলগুলিতে পুজোর ছুটি শুরু হয়ে যাচ্ছে, চলবে 03.11.24 পর্যন্ত। এই ছুটির মাঝে নতুন করে অনলাইন ক্লাসের নির্দেশিকা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।
এ প্রসঙ্গে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মন্ডল বলেন- “ছুটিতে অনলাইন ক্লাসের যে নোটিফিকেশন দিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ, তা বাধ্যতামূলক নয়। এটা পুরো বোঝাপড়ার ব্যাপার। যদি কোন স্কুলের শিক্ষক শিক্ষিকারা রাজি হন, তাহলে তারা ক্লাস করাতে পারেন। আর রাজি না হলে ক্লাস হবে না। আমরা অনলাইন ক্লাসের পক্ষে নয়। সেই পরিস্থিতি ও এখনো নেই। তবে কেউ চাইলে করতে পারেন। “
তবে পুজোর মধ্যে অনলাইন ক্লাস নিয়ে উচ্চ মাধ্যমিক কাউন্সিলের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন – “এই ক্লাস বাধ্যতামূলক নয়। তবে স্কুল যদি মনে করে লক্ষ্মীপুজোর পর থেকে কালীপুজোর মধ্যে একাদশ শ্রেণির ক্লাস করাতে পারে। যাতে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার আগে সিলেবাস সম্পন্ন শেষ করা যায়।