পশ্চিমবঙ্গের সায়েন্স সিটি কলকাতা (science city kolkata Recruitment) অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল অফ সাইন্স মিউজিয়াম (NCSM) বিভিন্ন পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে! কিভাবে আবেদন করবেন দেখে নিন।
ন্যাশনাল কাউন্সিল অফ সাইন্স মিউজিয়াম (NCSM) কলকাতাতে বিভিন্ন পদে নিয়োগের জন্য দরখাস্ত আহবান করা হচ্ছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা নিম্নলিখিত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া, শূন্যপদ, নোটিফিকেশন, আবেদনের ফি, অনলাইন আবেদন সমস্ত কিছু দেখে নেওয়া যাক;
ESIC কলকাতাতে ইন্টারভিউ এর মাধ্যমে চাকরি আবেদন করুন
পদের নাম:
- টেকনিশিয়ান এ (লেভেল ২)
শূন্য পদ: 6 টি।
- অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি (লেবেল টু)
শূন্য পদ: 6টি।
- টেকনিশিয়ান এ (লেভেল ২):
ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম (NCSM) এ টেকনিশিয়ান এ পদে নিয়োগের জন্য বেতন, শিক্ষাগত যোগ্যতা দেখে নেওয়া যাক;
বেতন: 19900 থেকে 63200 টাকা। মুল বেতন: 37845 টাকা।
যোগ্যতা:
চাকরিপ্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে। সেই সঙ্গে আইটিআই (ITI) থেকে এক বছরের ডিপ্লোমা থাকতে হবে। সেই সঙ্গে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স সীমা: 35 বছরের বেশি হলে চলবে না। তবে সংরক্ষিত চাকরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের উর্ধ্বসীমায় ছাড় পাবেন।
- অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি (লেবেল টু)
ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম (NCSM) এ অফিস অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য বেতন, শিক্ষাগত যোগ্যতা, দেখে নেওয়া যাক;
বেতন: 19900 থেকে 63200 টাকা। মুল বেতন: 37845 টাকা।
যোগ্যতামান: চাকরিপ্রার্থীকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। সেই সঙ্গে কম্পিউটারে প্রতি মিনিটে ৩৫ টি ইংরেজি শব্দ ও ৪০টি হিন্দি শব্দ টাইপ করতে হবে। প্রতি ঘন্টায় 10500/9000 কি প্রেস করার অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স সীমা:
চাকরিপ্রার্থীর ২৫ বছরের বেশি বয়স হলে চলবে না। তবে সংরক্ষিত চাকরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে উর্ধ্বসীমায় ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি:
চাকরিপ্রার্থীদের আবেদন করার জন্য নির্দিষ্ট ওয়েবসাইটে আসতে হবে ওয়েবসাইটের লিংক নিচে দিয়ে দেওয়া হবে। আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে। তার আগে ২০০ কেবির মধ্যে নিজের ছবি ও সিগনেচার (100 kb) স্ক্যান করে রাখতে হবে।
আবেদন ফি: অনলাইন আবেদন করার সময় ৮৮৫ টাকা জমা করতে হবে জি এস টি ধরে নিয়ে।
গুরুত্বপূর্ণ তারিখ:
অনলাইনে আবেদনের শেষ তারিখ 30.09.2024
অনলাইন ফ্রি জমা দেওয়ার শেষ তারিখ 30.09.2024
গুরুত্বপূর্ণ লিংক: