RSMSSB Recruitment 2025: 8256 টি শূন্য পদে নিয়োগ করছে SSC

RSMSSB Recruitment 2025: রাজস্থান সাবঅডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড (RSMSSB) বা (RSSB ) নার্স, সেক্টর হেলথ সুপারভাইজার ও অন্যান্য শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা নিম্নলিখিত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন ? যোগ্যতা কি লাগবে, বিস্তারিত দেখে নেওয়া যাবে।

পদের নাম:

নার্স, সেক্টর হেলথ সুপারভাইজার ও অন্যান্য।

বয়স সীমা:

নার্স সেক্টর হেলথ সুপারভাইজার ও অন্যান্য শূন্য পদ পূরণের জন্য চাকরিপ্রার্থীদের কত বয়স হতে হবে তা জানার জন্য আগামী ১৮ই ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

শিক্ষাগত যোগ্যতা:

নার্স, সেক্টর হেলথ সুপারভাইজার অন্যান্য শূন্যপদ পূরণের জন্য শিক্ষাগত যোগ্যতা জানা যাবে আগামী ১৮ ফেব্রুয়ারি ২০২৫।

পশ্চিমবঙ্গের একটি স্কুলের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আবেদন করুন।

আবেদনের সময়সীমা:

উপরে উল্লেখিত শূন্য পদ গুলিতে আবেদনের জন্য গুরুত্বপূর্ণ তারিখগুলি দেখে নিন।

অনলাইন আবেদন ও অনলাইন ফি পেমেন্ট জমা দেওয়া যাবে আগামী ১৮ ই ফেব্রুয়ারি ২০২৫।

অনলাইনে আবেদনের শেষ তারিখ ও ফি জমা দেওয়ার শেষ তারিখ ১৯ শে মার্চ ২০২৫।

কম্পিউটার বেসড টেস্ট ট্যাব বেসড টেস্ট অফলাইনলিমার বেসড পরীক্ষা হবে 02.06.2025 থেকে 13.06.2025

শূন্যপদের বিবরণ:

পদের নাম শূন্যপদ
কমিউনিটি হেলথ অফিসার 2634
নার্স1941
ব্লক প্রোগ্রাম অফিসার53
ডাটা এন্ট্রি অপারেটর177
প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট146
অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট272
ফারমা অ্যাসিস্ট্যান্ট499
সেক্টর হেলথ সুপারভাইজার565
সোশ্যাল ওয়ার্কার72
হসপিটাল এডমিনিস্ট্রেটর44
মেডিকেল ল্যাব টেকনিশিয়ান414
কম্পাউন্ডার আয়ুর্বেদ261
পাবলিক হেলথ কেয়ার নার্স102
রি হ্যাবিলিটেশন ওয়ার্কার 633
নার্সিং ট্রেনার56
অডিও লজিস্ট42
সাইকিয়াটিক কেয়ার নার্স49
ফিজিওথেরাপিস্ট অ্যাসিস্ট্যান্ট58
সিনিয়র কাউন্সিলর40
বায় মেডিক্যাল ইঞ্জিনিয়ার35
ফিমেল হেলথ ওয়ার্কার159
নার্সিং ইনচার্জ04

নিয়োগ সংক্রান্ত প্রশ্ন উত্তর:

  1. অনলাইন আবেদন প্রক্রিয়া কবে শুরু হবে?

উত্তর: আগামী ১৮ ফেব্রুয়ারি ২০২৫।

  1. অনলাইন আবেদনের শেষ তারিখ কবে?

উত্তর: অনলাইন আবেদনের শেষ তারিখ ১৯ শে মার্চ ২০২৫।

  1. এই নিয়োগ প্রক্রিয়ায় কতগুলি শূন্য পদ রয়েছে?

উত্তর: 8256 টি।

  1. নিয়োগের জন্য লিখিত পরীক্ষা কবে হতে পারে?

উত্তর: 02.06.2025 to 13.06.2024

  1. নিয়োগ কারী সংস্থা কে?

উত্তর: RSMSSB, রাজস্থান,

গুরুত্বপূর্ণ লিংক:

অফিসিয়াল ওয়েবসাইট Click Here
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ Join Now
আমাদের টেলিগ্রাম গ্রুপJoin Now

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

                                                                                                      

Leave a Comment

Exit mobile version