RRC SWR Recruitment 2024: রেলওয়ে রিক্রুটমেন্ট সেল (RRC) দক্ষিণ-পশ্চিম রেলওয়ে (SWR) গ্রুপ সি ও গ্রুপ ডি (স্পোর্টস কোটা) নিয়োগ করতে চলেছে! আগ্রহী চাকরিপ্রার্থীরা কিভাবে আবেদন করবেন দেখে নিন!
ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগ এখনই আবেদন করুন
পদের নাম: RRC , Group C, Group D
মোট শূন্যপদ: 46 টি।
বয়স সীমা:
দক্ষিণ-পশ্চিম রেলওয়ে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগের জন্য 01.01.2025 অনুযায়ী বয়স সীমা নির্ধারণ করা হয়েছে;
নূন্যতম বয়সসীমা: 18 বছর।
বয়সের ঊর্ধ্বসীমা: 25 বছর।
তবে সংরক্ষিত চাকরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে উর্ধ্বসীমায় ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা:
দক্ষিণ-পশ্চিম রেলওয়ে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে ডিটেইলস নোটিফিকেশন আসবে 19.10.24 তারিখে।
তারিখ:
অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে 19.10.24
অনলাইন আবেদনের শেষ তারিখ: 19.11.2024
গুরুত্বপূর্ণ লিংক:
RRC SWR Recruitment Notification pdf
Official website: Click here