ভারতীয় রেলের (RRC Recruitment Course Details) বিশ্বের অন্যতম বৃহৎ রেলওয়ে নেটওয়ার্ক এবং এখানকার চাকরি সুযোগ সুবিধা দেশের বিভিন্ন স্থানে লক্ষাধিক মানুষের জন্য প্রত্যেকদিন জন্য খুবই আকর্ষণীয় হয়ে উঠেছে । ভারতীয় রেলের চাকরি পেতে নানান ধরনের পদ রয়েছে এবং প্রত্যেকটির জন্য আলাদা ভাবে প্রস্তুতি নিতে হয় এবং কোর্সের প্রয়োজন হয়। নিম্নে আমরা রেলে চাকরির জন্য প্রাসঙ্গিক কোর্সগুলি সম্পর্কে আলোচনা করব –
পূর্ব রেলে চাকরির বিজ্ঞপ্তি এখনই আবেদন করুন
পদের নাম :
১. গ্রুপ ‘A’ : এই পদের মধ্যে আবার বেশ কিছু গুরুত্বপূর্ণ পদ রয়েছে যেগুলি হল –
- অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার
- ইঞ্জিনিয়ারিং এবং টেকনিক্যাল পদ
- অডিট / অ্যাকাউন্টস অফিসার
কোর্সের প্রস্তাব :
- B. Tech / BE ( Engineering) : এই পদ গুলোর জন্য বিশেষত ,মেকানিক্যাল ,ইলেকট্রিক্যাল, সিভিল ,কম্পিউটার সাইন্স ,এয়ারক্রাফট টেকনোলজি এর মত বিষয় বিটেক বা বিই ইঞ্জিনিয়ারিং ডিগ্রীর প্রয়োজন হয়।
- এমবিএ (MBA) : কিছু কিছু পথ প্রশাসনিক দক্ষতা ও ব্যবস্থাপনার উপর নির্ভর করে, এমবিএ কোর্স ( বিশেষত অপারেশন, ম্যানেজমেন্ট, লজিস্টিক ম্যানেজমেন্ট) কাজের ক্ষেত্রে সাহায্য করতে পারে এই কোর্স । Public Administration : গ্রুপের বিভিন্ন প্রশাসনিক পদে ভালো ক্যারিয়ার গড়ে তুলতে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে ডিগ্রী থাকতে হবে।
প্রস্তুতির দিক নির্দেশনা :
• সাধারণ জ্ঞান , ইংরেজি, রিজনিং এবং বিষয়ভিত্তিক কোর্সগুলোতে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে আবেদনকারীদের।
- গ্রুপ A পদের জন্য ইউপিএসসি অর্থাৎ union Public service commission এর মাধ্যমে ইন্ডিয়ান রেলওয়ে সার্ভিস পরীক্ষা নেওয়া হয়। এই পরীক্ষার জন্য গভীর প্রস্তুতি নিতে হয় আবেদনকারীদের।
২. রেলওয়ে মেডিকেল :
রেলওয়ে হাসপাতাল এবং চিকিৎসকের ক্ষেত্রেও অনেক সুযোগ-সুবিধা রয়েছে। যেগুলি হল –
- চিকিৎসক
- নার্স
- ল্যাব টেকনিশিয়ান
কোর্সের প্রস্তাব : - বিয়েমএলটি / ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি : ল্যাব টেকনিশিয়ান পদে চাকরির জন্য এই কোর্স টি করতে হতে পারে।
- এমবিবিএস ( MBBS) / BDS ( dental surgery ) : চিকিৎসক পদে নিয়োগের জন্য এই কোর্সটির বিশেষভাবে প্রয়োজন।
- জেনারেল নার্সিং এবং মিডিওয়াইফারি ( GNM) : নার্স পদের জন্য এই কোর্সটির বিশেষভাবে প্রয়োজন হয়। প্রস্তুতির দিকনির্দেশনা :
রেলওয়ে হাসপাতালের জন্য চাকরি পেতে গেলে বিশেষভাবে মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় এবং চাকরির প্রাপ্তির পরে নারায়ণ প্রশিক্ষণ গ্রহণ করতে হয় আবেদনকারীদের ।
৩. ‘C’ এবং ‘ D’ :
ভারতীয় রেলের বিভিন্ন গ্রুপ যেমন ‘C’ এবং ‘D’ পদে প্রচুর ভাবে কর্মীদের নিয়োগ , যেমন –
- টেকনিক্যাল ( মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিগন্যালিং ,টেলিকম)
- কন্ডাক্টার, গেটম্যান, ওয়ার্কশপ কর্মী
- প্ল্যাটফর্ম কর্মী, স্টেশন মাস্টার
কোর্সের প্রস্তাব :
- ITI ( industrial training institute) :
রেলের টেকনিক্যাল পদের জন্য আইটিআই সার্টিফিকেট বিশেষ। এর মধ্যে ইলেকট্রিক্যাল , মেকানিকাল , অটোমোবাইল, সিগন্যালিং, টেলিকম ইত্যাদি শাখা বিশেষভাবে অন্তর্ভুক্ত।
- গ্রাজুয়েশন ( সাইন্স, কমার্স, আর্টস) : স্টেশন মাস্টার বা অন্যান্য প্রশাসনিক পদে চাকরির জন্য গ্রাজুয়েশন সার্টিফিকেট বিশেষভাবে প্রয়োজন।
- ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ( mechanical/electrical) : মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকলে এই ধরনের প্রযুক্তিগত পদে চাকরি পাওয়ার সুযোগ সুবিধা বৃদ্ধি পায়।
প্রস্তুতির দিক নির্দেশনা : গ্রুপ ‘C’ এবং ‘D’ পদের জন্য সাধারণত আরআরবি পরীক্ষা দিতে হয়। পরীক্ষা সিলেবাস এর মধ্যে থাকে সাধারণ জ্ঞান, গণিত, রিজনিং এবং ইংরেজি। এছাড়াও প্রযুক্তিগত পদের জন্য আরো বিশেষ প্রশ্ন আসে।
৪. রেলওয়ে পুলিশ ( RPF) : ভারতীয় রেলের নিরাপত্তার জন্য রেলওয়ে পুলিশ একটি গুরুত্বপূর্ণ বাহিনী ।এই পদে নিয়োগের জন্য কিছু নির্দিষ্ট কোর্স করতে হয়।
কোর্সের প্রস্তাব :
- পুলিশি প্রশিক্ষণ : RPF পদের জন্য এক্সাম্প্লারি পুলিশ ট্রেনিং নেওয়া যেতে পারে ।
- স্নাতক ( এনি ডিসিপ্লিন) : এই পদে আবেদন করতে হলে আবেদনকারীদের সাধারণত স্নাতক ডিগ্রি থাকতে হবে। এছাড়া কোনো বিশেষ শিক্ষাগত করছে প্রয়োজন নেই।
প্রস্তুতির দিকনির্দেশনা : আরপিএফ পরীক্ষার প্রস্তুতির জন্য ফিজিক্যাল স্ট্যান্ডার্ড পরীক্ষা লিখিত পরীক্ষায় এবং মেডিকেল পরীক্ষার সবই নিতে হয়। এক্ষেত্রে আবেদনকারীর মধ্যে শারীরিক প্রস্তুতি এবং সাধারণ জ্ঞানের দক্ষতা থাকতে হবে।
৫. রেলওয়ে কাস্টমার সার্ভিস :
রেলওয়েতে ক্রমবর্ধমান কাস্টমার সার্ভিসে চাহিদার কারণে বিভিন্ন পদে কর্মী নিয়োগের সুযোগ-সুবিধা বৃদ্ধি পাচ্ছে। যেমন-
- টিকিট এক্সামিনার
- কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ
- ট্রেন কন্টাকটার
কোর্সের প্রস্তাব : - কম্পিউটার অ্যাপ্লিকেশন : টিকিটিং সিস্টেমের দক্ষতা অর্জনের জন্য এই কোর্স প্রয়োজন হতে পারে।
- হোটেল ম্যানেজমেন্ট / ট্যুরিজম : কাস্টমার সার্ভিস এবং পর্যটন সম্পর্কিত কোর্সের মাধ্যমে এই পদে চাকরি পাওয়া যায় ।
প্রস্তুতির দিক নির্দেশনা :
কাস্টমার সার্ভিসে চাকরির জন্য কমিউনিকেশন স্কিলস এবং কাস্টমার হ্যান্ডলিং দক্ষতা থাকা আবেদনকারীর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ ।
ভারতীয় রেলের চাকরি পেতে বিভিন্ন পদের জন্য ভিন্ন ভিন্ন কোর্স এবং প্রস্তুতির প্রয়োজন হয়। যেহেতু রেলওয়ে ভারতের অন্যতম বড় কর্মসংস্থান তাই চাকরি পেতে গেলে আপনি যে পদে আবেদন করতে চান তার জন্য নির্দিষ্ট কোর্সের পাশাপাশি খুব ভালোভাবে প্রস্তুতি নিতে হবে নিয়মিত এবং যথাযথ গাইডলাইন মেনে প্রস্তুতি নিলে তবেই আপনি এই পদের মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়ে তুলতে পারবেন।
Official Website: Click here