রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিস লিমিটেডে (RITES Recruitment 2024) 86 টি শূন্যপদ পূরণের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে! বিস্তারিত জেনে নেওয়া যাক!
রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিস লিমিটেড (RITES Recruitment 2024) 86 টি শূন্য পদ পূরণের জন্য আগ্রহী চাকরিপ্রার্থীরা নিম্নলিখিত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন। ইন্ডিভিজুয়াল কনসালটেন্ট পদে (প্রজেক্ট লিডার, টিম লিডার ,প্রজেক্ট ম্যানেজার , ডিজাইন এক্সপার্ট ও অন্যান্য) অনলাইন আবেদন, শিক্ষাগত যোগ্যতা, ফি, শূন্যপদ, নোটিফিকেশন বিস্তারিত দেখে নেওয়া যাক।
আরো পড়ুন; মেডিকেল অফিসার পদে ভারতীয় নেভিতে নিয়োগ
পদের নাম: RITES Individual Consultant
শূন্য পদ : 86 টি।
আবেদন ফি:
RITES Individual Consultant এর বিভিন্ন শূন্য পদে আবেদনের জন্য সমস্ত চাকরিপ্রার্থীদের কোন ফি পেমেন্ট করতে হবে না।
শিক্ষাগত যোগ্যতা:
RITES Individual Consultant পদে আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে তা হল; চাকরিপ্রার্থীকে অবশ্যই ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা/ ডিগ্রী/ পিজি থাকতে হবে।
বয়সসীমা:
RITES Individual Consultant এর বিভিন্ন শূন্য পদে নিয়োগের জন্য বয়সসীমা হতে হবে; বয়সের সর্বোচ্চ সীমা ৬২ বছরের বেশি হলে চলবে না। তবে সংরক্ষিত চাকরিপ্রার্থীদের বয়সের উর্ধসীমায় সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাবেন।
গুরুত্বপূর্ণ তারিখ:
RITES Individual Consultant এর বিভিন্ন শূন্যপদে নিয়োগের জন্য নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়েছে।
অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে 05.09.24 থেকে।
অনলাইন আবেদনের শেষ তারিখ 29.09.24
Date of walk in এর জন্য তারিখ গুলো হল. 12.09.24, 12.09.24, 17.09.24 ও 20.09.24
শূন্য পদের বিবরণ:
RITES Individual Consultant শূন্যপদ প্রকাশিত হয়েছে। দেখে নেওয়া যাক বিভিন্ন শূন্য পদগুলি।
পদের নাম | শূন্যপদ |
প্রজেক্ট লিডার | 01 |
টিম লিডার /প্রজেক্ট ম্যানেজার ( সিভিল ) | 03 |
ডিজাইন এক্সপার্ট (সিভিল) | 06 |
রেসিডেন্ট ইঞ্জিনিয়ার (ট্রাক) | 04 |
রেসিডেন্ট ইঞ্জিনিয়ার (সিভিল ) | 01 |
রেসিডেন্ট ইঞ্জিনিয়ার (এস & টি) | 03 |
রেসিডেন্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) | 04 |
ডিজাইন অ্যাসিস্ট্যান্ট (ইঞ্জিনিয়ার ) | 01 |
সাইট ইঞ্জিনিয়ার (brigde) | 04 |
সাইট ইঞ্জিনিয়ার (ট্রাক) | 08 |
সাইট ইঞ্জিনিয়ারসিভিল | 11 |
সাইট ইঞ্জিনিয়ার (ট্রাক/ সিভিল) | 03 |
সেকশন ইঞ্জিনিয়ার | 03 |
ডিজাইন ইঞ্জিনিয়ার | 01 |
কন্ট্রোল ম্যানেজার | 02 |
গুরুত্বপূর্ণ লিংক:
RITES Individual Consultant Online application
আগ্রহী চাকরিপ্রার্থীদের কাছে অনুরোধ আপনারা অনলাইন আবেদনের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সমস্ত তথ্য যাচাই করে নিশ্চিত হলে তবেই আবেদন করবেন!