RITES Assistant Manager Recruitment 2025:রেল ইন্ডিয়া টেকনিক্যাল এন্ড ইকোনমিক সার্ভিস (RITES) এ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা নিম্নলিখিত পদটিতে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদনের জন্য অনলাইন ফর্ম ফিলাপ করতে পারবেন। কিভাবে আবেদন করবেন বিস্তারিত দেখে নিন।
সূচিপত্র
পদের নাম:
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (Assistant Manager)
শূন্যপদ:
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগের জন্য ১৫ টি শূন্যপদ রয়েছে।
কলকাতা এয়ারপোর্টে চাকরির সুযোগ আবেদন করুন দ্রুত
আবেদন ফি:
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগের জন্য জেনারেল ও ওবিসি চাকরিপ্রার্থীদের ৬০০ টাকা আবেদন ফি জমা করতে হবে সার্ভিস চার্জ অতিরিক্ত।
SC/SC/EWS/PWBD চাকরিপ্রার্থীদের জন্য ৩০০ টাকা আবেদন ফি জমা করতে হবে।সার্ভিস চার্জ অতিরিক্ত।
বয়সসীমা:
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগের জন্য বয়সের ঊর্ধ্বসীমা হতে হবে ৪০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত চাকরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধসীমায় ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা:
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সিভিল): এসিস্ট্যান্ট ম্যানেজার সিভিল পদে নিয়োগের জন্য B.E/B.Tech/Diploma (civil) ডিগ্রি থাকতে হবে।
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (S & T): এই পদগুলোতে নিয়োগের জন্য শিক্ষাগত থাকতে হবে B.E/B.Tech/Diploma (Relavent Engg).
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ইলেকট্রিক্যাল): B.E/B.Tech/Diploma (Electrical) ডিগ্রি থাকতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ:
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগের জন্য এই গুরুত্বপূর্ণ তারিখ ঘোষণা করা হয়েছে সেগুলি হল;
অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 20.12.2024
অনলাইন আবেদনের শেষ তারিখ 09.01.2025
লিখিত পরীক্ষার জন্য কল লেটার দেয়া হবে 13.01.2025
লিখিত পরীক্ষা হবে 19.01.2025
ইন্টারভিউ এর তারিখ পরবর্তীকালে ঘোষণা করা হবে।
গুরুত্বপূর্ণ লিংক:
অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ | জয়েন করুন |
আমাদের টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |