দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন রিঙ্কু সিং (Rinku Singh)!পাত্রী কে?

বিয়ের পিঁড়িতে বসে চলেছেন রিংকু সিং (Rinku singh) আইপিএলে কলকাতার নাইট রাইডার্স এর মহাতারকা এবং ভারতের টি-টোয়েন্টি ক্রিকেট দলের অন্যতম সদস্য রিংকু সিং (Rinku Singh) বিয়ে করতে চলেছেন। এমনই গুরুত্বপূর্ণ খবর সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এখন প্রশ্ন হল পাত্রীকে? কখন বা বিয়ে অনুষ্ঠিত হবে? সামনে আইপিএল, আইপিএলের পরেই না আগে? এ নিয়ে যা খবর পাওয়া যাচ্ছে, বিস্তারিত দেখে নেওয়া যাক।

রিঙ্কু সিং (Rinku Singh) এর বাবা কি জানিয়েছেন!

বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে যে রিঙ্কু সিং এর সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন মাছলি সিটির সংসদ ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট প্রিয়া সরোজ (Priya soroj) । এই খবরের সত্যতা স্বীকার করেছেন রিঙ্কু সিং সিংহের পরিবার। বৃহস্পতিবার রাতে প্রিয়া সরোজের (Priya soroj) বাবা প্রাক্তন সাংসদ তুফানি সরোজ রিংকু সিং এর বাড়ি ওজন সিটিতে পৌঁছান। সেখানে একটি ছোট্ট অনুষ্ঠান হয় এবং রিঙ্কু সিং কে শগুন ও টাকা উপহার দেয়া হয়। সেখানে অল্প কয়েকজন বন্ধু-বান্ধব উপস্থিত ছিল কিন্তু রিঙ্কু সিং এর বাবা এই খবরের সত্যতা নিশ্চিত করেননি।

তিনি জানান আগামী এক বছর বিয়ের কোন প্রশ্নই নেই। অন্যদিকে প্রিয়ার বাবা জানান যে বিয়ে নিয়ে কথাবার্তা চলছে। তবে কোনো দিনক্ষণ ঠিক হয়নি।

Realme 14 pro plus price in india & Bangladesh

ভারত বনাম ইংল্যান্ড টি টোয়েন্টি সিরিজে ব্যস্ত থাকবেন রিঙ্কু

আগামী ২২ শে জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ইংল্যান্ড বনাম ভারতের মধ্যে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। আর এর প্রস্তুতি নেওয়ার জন্য তিনি ব্যস্ত হয়ে পড়েছেন। বৃহস্পতিবার রোকা কর্মসূচিতে আলিগড় এসেছিলেন তিনি । এরপর মিরাট চলে যান। এই সিরিজের পরেই শুরু হবে আইপিএল। তাতে তিনি ব্যস্ত থাকবেন বলে জানা গেছে। এই কারণে বিয়ের ব্যাপারে কোন তাড়াহুড়ো নেই পরিবারের।

রিঙ্কু সিং (Rinku Singh) এর বিয়ে কবে হচ্ছে?

ওজোন সিটিতে ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে তাদের বিয়ের খবর ছড়িয়ে পড়ে। রিংকুর বাবা খান চাঁদ ও মা বিনা এবং প্রিয়ার বাবা তুফানি স্বরাজ ও কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে রিঙ্কু ও প্রিয়ার বিয়ে নিয়ে কথাবার্তা চলে। ঘনিষ্ঠ বন্ধু বান্ধব দের মতে জানা যাচ্ছে যে চলতি বছরের শেষের দিকে অথবা আগামী বছরের প্রথমের দিকে বিয়ে হবে। ইংল্যান্ড ও ভারতের মধ্যে সিরিজ শেষের পর দুই ফেব্রুয়ারি রিঙ্কু বাড়ি ফিরবেন তারপর পরিবারের সদস্যরা ঠিক করবেন কবে বিয়ের দিন ঠিক হবে।

বিয়ের অনুষ্ঠানে নাচবেন শাহরুখ খান

গত ২০২৩ সালে এপ্রিলে আমেদাবাদে কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাট টাইটনের মধ্যে ম্যাচ ছিল। সেই ম্যাচই রিঙ্কু শিং এক ওভারে পাঁচটি ছক্কা মেরেছিলেন। এবং ম্যাচ জিতিয়ে ছিলেন। এই ইনিংসের পরে কলকাতা নাইট রাইডার্সের কর্ণধার শাহরুখ খান (Saharukh khan ) জানিয়েছিলেন তিনি কোন বিয়ে বাড়ি যান না। তবে রিংকু সিং কবে বিয়ে করছেন? তিনি রিঙ্কু সিং এর বিয়েতে উপস্থিত থাকবেন। শুধু তাই নয় তার বিয়েতে তিনি নাচও করবেন।

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

                                                                                                      
WhatsApp channel Join Now
Telegram channel Join Now

Leave a Comment

Exit mobile version