মুকেশ আম্বানির (Mukesh Ambani) রিলায়েন্স জিও (Reliance Jio in Siachen) নেটওয়ার্ক নতুন এক মাইলস্টোন এ পৌঁছালো। পৃথিবীর সবচেয়ে উচ্চতম চ্যালেঞ্জিং ভূখন্ড সিয়াচেনেও পৌঁছে গেল রিলায়েন্স জিওর 5G পরিষেবা। ইন্ডিয়ান আর্মির সহযোগিতায় এই অসম্ভব কাজ সম্ভব হল। প্রথম টেলিকম সংস্থা হিসেবে জিও র এটি একটি মাইলস্টোন।
ভারতীয় সেনাবাহিনীর সহযোগিতায় এই কাজটি সম্ভব হয়েছে। লজিস্টিক পরিচালনা, বিশেষত জিওর সরঞ্জাম পরিবহন, কারণ কারাকোরাম পর্বতের সিয়াচেন একটি চ্যালেঞ্জিং ভূখণ্ড। কারাকোরামের ১৬ হাজার ফুট উচ্চতায় প্রতিকূল পরিবেশ, জলবায়ু বিপরীতমুখী, সেই সঙ্গে মাইনাস ৫০ ডিগ্রি তাপমাত্রা যেখানে নেমে যায়। জিওর এই উদ্যোগ নজর কেড়েছে দেশের সশস্ত্র বাহিনীর। তারা জানিয়েছেন এগুলি ভারতের সীমান্ত সুরক্ষিত করার শর্ত দাবি করে।
রিলায়েন্স জিও (Reliance Jio) এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে। যেখানে কেবলমাত্র আপনাকে ৪৯ টাকা রিচার্জ করতে হবে। এই রিচার্জ প্ল্যানটি তাদের জন্য খুব কাজে আসবে, যাদের প্রতিদিনের প্রচুর ডেটা প্রয়োজন। ৪৯ টাকা রিচার্জ করলে আপনি পেয়ে যাবেন ২৫ জিবি ডাটা। যার স্পিড থাকবে ৪০ কেবিপিএস। যেটি রিচার্জের ইন্টারনেট গতির থেকে কিছুটা স্লো। তবে এই প্লানের বৈধতা থাকবে মাত্র ২৪ ঘন্টা।
আরেকটি জনপ্রিয় বার্ষিক প্লান্ট লঞ্চ করেছে জিও যেখানে আপনি ৯১২.৫ জিবি ডেটা পাবেন। প্রতিদিন আড়াই জিবি করে ডেটা পাবেন। আনলিমিটেড কল করতে পারবেন। প্রতিদিন ১০০ এসএমএস পাঠাতে পারবেন। এর জন্য আপনাকে রিচার্জ করতে হবে ৩৫৯৯ টাকা দিয়ে। এর বৈধতা হল ৩৬৫ দিন।
২০২৫ সাল উপলক্ষে নতুন একটি অফার লঞ্চ করেছে যেখানে আপনি ২০০ দিনের বৈধতা পাবেন। সঙ্গে ৫০০ জিবি ডেটা পাবেন। প্রতিদিন আড়াই জিবি হাই স্পিড ইন্টারনেট ডাটা পাবেন। আনলিমিটেড কল করতে পারবেন । প্রতিদিন ১০০ করে এসএমএস পাঠাতে পারবেন ।এর জন্য আপনাকে রিচার্জ করতে হবে 2025 টাকা দিয়ে।
জিও কাস্টমারদের জানানো যায় যে সমস্ত রিচার্জ প্ল্যান ভালো করে দেখে আপনাদের সুবিধামতো বা ব্যাবহার উপযোগী প্ল্যান আপনারা চয়েস করবেন।
আমাদের whatsapp গ্রুপ | জয়েন করুন |
আমাদের টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |