Reetika Hooda: প্যারিস অলিম্পিকে ভারতের সপ্তম পদক জয়ের শেষ ভরসা রীতিকা হুদা

ReetikaHooda: ভিনেশ ফোগাট কুস্তিতে ওজন বৃদ্ধির জন্য অলিম্পিকের পদক হাতছাড়া হলেও এবার ভারতে সপ্তম পদক জয়ের জন্য অপেক্ষা করতে হচ্ছে রিতিকা হুদা (Reetika Hooda) দিকে। ইতিমধ্যে ঋতিকা হুদা(Reetika Hooda)কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন। কিন্তু ওজন বাড়ানোই তার কাছে এখন চ্যালেঞ্জের।

প্যারিস অলিম্পিকের (Paris Olympic 2024) প্রি কোয়াটার ফাইনালে রিতিকা হুদা (Reetika Hooda) হারিয়েছেন হাঙ্গেরির বার্নাডেট ন্যাগিকে।এবারের ফলাফল 12-2 । বার্নাডেট ন্যাগিকে যিনি দু দুবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জ পদকজয়ী। কোয়ার্টার ফাইনালে রিতিকার সামনে চ্যালেঞ্জ কিরগিজ কুস্তিগীর আই পেরি মেডেট কিজি। যিনি গত বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জিতে ছিলেন।

মহিলাদের 76 কেজি বিভাগে তিনিই প্রথম মহিলা কুস্তিগীর। এর আগে তিনি 72 কেজি বিভাগে লড়তেন। প্যারিস অলিম্পিকে এই প্রথম তার অংশগ্রহণ। কিন্তু ওজন নিয়ন্ত্রণের রাখা ছিল তার কাছে চ্যালেঞ্জিং। গত বছর থেকে 76 কেজি বিভাগে নামার জন্য প্রস্তুতি নিয়েছেন।

রিতিকার ওজন ছিল 74 থেকে 75 কেজি। ফলে 72 কেজিতে তা লড়াইটা একটু কঠিন ছিল। মাঝখানে তার ওজন 78 কেজিতে পৌঁছায় । তারপর নানা শারীরিক কসরতের পর 76 কেজিতে ওজন নামে। ওজন নিয়ন্ত্রণে রাখতে রীতিকার তিন বেলা মিলের দরকার পড়ে । রিতিকার নিউট্রশনিস্ট মিতালী এবং রিতিকার মা নিলাম রিতিকার জন্য ডায়েট চার্ট তৈরি করেন।

ভারতের সপ্তম পদক জয়য়ের আশা জিইয়ে রেখেছেন রিতিকা হুদা (ReetikaHooda) । এখন ভারতবাসীর চোখ তার দিকে। দেখা যাক তিনি সেই আশা পূরণ করতে পারেন কিনা।

এখনো পর্যন্ত প্যারিস অলিম্পিকে কোন দেশ কতগুলি পদক জিতেছে দেখে নেওয়া যাক।

দেশসোনা রুপো ব্রোঞ্জ মোট
ভারত015
চিন34272384
আমেরিকা334138113
অষ্টেলিয়া18161448
জাপান1681337
গ্রেট ব্রিটেন 14202357
ফ্রান্স 14202256
দক্ষিণ কোরিয়া138829
নেদারল্যান্ড1361130
জার্মানী12989
Paris Olympic 2024 prize at 10.08.2024

Paris Olympic live on Jio cenema

FacebookWhatsAppTelegramXCopy LinkShare

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

                                                                                                      

Leave a Comment

FacebookWhatsAppTelegramXCopy LinkShare
Exit mobile version