Railway Recruitment: ভারতীয় রেলে 4096 টি অ্যাপেন্টিস পদে নিয়োগ, এখনই আবেদন করুন।

Railway Recruitment: : ভারতীয় রেলে 4096 টি অ্যাপেন্টিস পদে নিয়োগ হতে চলেছে আগ্রহী চাকরিপ্রার্থীরা নিম্নলিখিত যোগ্যতা অনুযায়ী অনলাইন আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা অনলাইন আবেদন নোটিফিকেশন আবেদনের শেষ তারিখ বিস্তারিত দেখে নেওয়া যাক।

Railway Recruitment নর্দান রিজনে 4096 টি পদের নিয়োগের বিজ্ঞপ্তি অনুসারে ভারতের নাগরিকরা তাদের যোগ্যতা অনুযায়ী এই পদগুলিতে আবেদন করতে পারবেন।

পদের নাম: ACT Apprentice

শূন্যপদ: 4096 টি।

আবেদন ফি:

UR/OBC / EWS দের জন্য 100 টাকা।

SC/ST/PwBD দের জন্য কোন ফি লাগবে না।

পেমেন্ট মোড: Railway Recruitment এ অনলাইনে ফি জমা দিতে হবে। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং ব্যবহার করা যাবে।

যোগ্যতামান:

  1. চাকরিপ্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে, সঙ্গে উচ্চ মাধ্যমিক পাশ ও থাকা জরুরী।
  2. NCVT/SCVT থেকে ITI পাশ করতে হবে।

বয়সসীমা: (16.09.24 অনুযায়ী)

অন্যতম বয়স 15 বছর হতে হবে।

সর্বোচ্চ বয়স 24 বছরের বেশি হলে চলবে না।

সংরক্ষিত চাকরিপ্রার্থীদের বয়স সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাবেন।

গুরুত্বপূর্ণ তারিখ:

অনলাইন আবেদন ফি জমা শুরু হবে :16.08.24 থেকে।

আবেদনের শেষ তারিখ ও কি জমা দেওয়ার শেষ তারিখ: 16.09.24 পর্যন্ত।

মেরিট লিস্ট প্রকাশিত হবে নভেম্বর 2024 ।

শূন্যপদের বিবরণ:

রিজনের নামশূন্যপদ
Cluster Lucknow1397
Cluster Ambala914
Cluster Moradabad16
Cluster Delhi1137
Cluster Firojpur632
railway Recruitment cell vacancy details NR

গুরুত্বপূর্ণ লিঙ্ক:

Online applicationClick here login
NotificationClick here
official websiteClick here

চাকরিপ্রার্থীদের কাছে অনুরোধ আপনারা ভারতীয় রেলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশন ভালো করে পড়ে, তারপর আবেদন করবেন।

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

Leave a Comment