Private jobs: বর্তমানে সরকারী চাকরির (govt jobs) মন্দা দেখা দিয়েছে। তাই প্রাইভেটে চাকরি করার প্রবণতা বেশি দেখা যাচ্ছে। ভারতে এমন কিছু প্রাইভেট চাকরি ( Private jobs) আছে ,যার বেতন আকাশ ছোঁয়া। সেই সঙ্গে আরো অন্যান্য সুবিধা ও রয়েছে। যা সরকারী চাকরির তুলনায় বহুগুণ বেশি। আজকে আমরা দশটি গুরুত্বপূর্ণ প্রাইভেট চাকরির কথা বলব যাতে বেতন অনেক বেশি।
সরকারি চাকরি করার ইচ্ছা সমস্ত স্তরের চাকরিপ্রার্থীদের থাকে।কিন্ত প্রাইভেট চাকরিতে (Private jobs) আর্থিক সুবিধা গুলি লক্ষনীয়। বিভিন্ন লোভনীয় প্রাইভেট চাকরি, পদের নাম, যোগ্যতামান ও সর্বোপরি বেতন সম্পর্কে জেনে নেব।
- ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার: (Investment Banker) ভারতের প্রাইভেট চাকরির একটি লোভনীয় পদ।
যোগ্যতামান: MBA (Finance) এছাড়াও CFA অথবা সমতুল্য ডিগ্রী।
অভিজ্ঞতা: 2 থেকে 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: 20 থেকে 50 লাখ প্রতি বছর। পরবর্তীতে 1 কোটি ও হতে পারে।
- ম্যানেজমেন্ট কনসাল্টটেন্ট:(Management Consultant) উচ্চ বেতনের এটি একটি প্রাইভেট চাকরি।
যোগ্যতামান: MBA যোগ্যতা থাকতে হবে। IIM, ISB থেকে এই যোগ্যতা অর্জন করে থাকতে হবে।
অভিজ্ঞতা: 3 থেকে 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: 15 থেকে 40 লাখ প্রতি বছর।
- সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা ডেভেলপার: (Software Engineer/ Developer) কম্পিউটার দক্ষতার একটি বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ প্রাইভেট চাকরি।
যোগ্যতামান: B.Tech বা M.Tech কম্পিউটার সায়েন্স এ। এছাড়াও কোডিং ও সিস্টেম ডিজাইন।
অভিজ্ঞতা: 3 থেকে 8 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: 12 লাখ থেকে 30 লাখ প্রতি বছর।
আরো পড়ুন, কোলকাতায় সংবাদ সংস্থায় চাকরি
- ডাটা সায়েন্টিস্ট: (Data Scientist) কম্পিউটার দক্ষতার এটি আর ও একটি গুরুত্বপূর্ণ প্রাইভেট চাকরি।
যোগ্যতামান: স্ট্যাটিস্টিক, ম্যাথমেটিক্স, কম্পিউটার সায়েন্স এ অ্যাডভান্স ডিগ্রী থাকতে হবে।
অভিজ্ঞতা: ডাটা সায়েন্স এর ওপর 2 থেকে 7 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: 15 থেকে 35 লাখ প্রতি বছর।
- মার্কেটিং ডাইরেক্টর: (Marketing Director) মার্কেটিং এ বিভিন্ন ক্ষেত্রে লোভনীয় প্রাইভেট চাকরির সুযোগ রয়েছে।
যোগ্যতামান: মার্কেটিং-এ MBA থাকতে হবে।
অভিজ্ঞতা: 8 থেকে 15 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: 20 থেকে 50 লাখ প্রতি বছর।
- কর্পোরেট ল ইয়ার: (Corporate Lawyer)
আইনজীবীদের জগতে প্রাইভেট চাকরির ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ সম্মানীয় পদ হল কর্পোরেট ল ইয়ার।
যোগ্যতামান: LLB ডিগ্রি থাকতে হবে। LLM ডিগ্রি থাকলে অগ্রাধিকার।
অভিজ্ঞতা: কর্পোরেট ল তে কাজের জন্য কোনো গুরুত্বপূর্ণ কেসে জয়লাভের রেকর্ড থাকতে হবে।
বেতন: 15 থেকে 40 লাখ প্রতি বছর।
- প্রোডাক্ট ম্যানেজার: (Product Manager)
প্রোডাক্ট ডেভেলপার এর কাজের জন্য প্রোডাক্ট ম্যানেজার পদে উচ্চ বেতনে চাকরি করতে সবাই চায়।
যোগ্যতামান: MBA বা সমতুল্য ডিগ্রি । অথবা প্রোডাক্ট ম্যানেজমেন্ট এর ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা: 4 থেকে 10 বছরের প্রোডাক্ট ডেভেলপার এর অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: 12 থেকে 30 লাখ প্রতি বছর।
- চিফ ফিনান্সিয়াল অফিসার: Chief Financial officer (CFO)
ফিনান্সিয়াল এ প্রাইভেট চাকরির জন্য এই গুরুত্বপূর্ণ লোভনীয় পদটিতে চাকরি করার ইচ্ছা সবার থাকে।
যোগ্যতামান: CA , MBA (Finance), অথবা এক্সটেনসিপ ফাইনান্স এ অভিজ্ঞতা থাকতে হবে।
অভিজ্ঞতা: 10 থেকে 20 বছর সঙ্গে লিডার সীপের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: 30 থেকে 70 লাখ প্রতি বছর।
- হিউম্যান রিসোর্স ডাইরেক্টর: (Human Resources Director)
মানব সম্পদ উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ প্রাইভেট চাকরি হল হিউম্যান রিসোর্স ডাইরেক্টর।
যোগ্যতামান: হিউম্যান রিসোর্স এ MBA ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা: 8 থেকে 15 বছরে হিউম্যান রিসোর্স স্ট্র্যাটেজি ও ম্যানেজমেন্ট এ অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: 15 থেকে 35 লাখ প্রতি বছর।
- সেলস ডাইরেক্টর: (Sales Director) সেলস এর জগতে অন্যতম গুরুত্বপূর্ণ পদ হল সেলস ডাইরেক্টর।
যোগ্যতামান: MBA বা স্টং সেলস ব্যাকগ্রাউন্ড থাকতে হবে।
অভিজ্ঞতা: সেলস লিডার সীপ এ 8 থেকে 15 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: 20 থেকে 35 লাখ প্রতি বছর।
উপরিউক্ত গুরুত্বপূর্ণ প্রাইভেট চাকরির গুলির জন্য ফেসার হিসাবে সুযোগ নেই। কেবলমাত্র বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন চাকরিজীবীরা এই সমস্ত পদে চাকরির সুযোগ পায়। আপনাদের কাছে অনুরোধ প্রাইভেট চাকরির জন্য বিভিন্ন কোম্পানির ওয়েবসাইট এ গিয়ে তথ্য যাচাই করে তারপর আবেদন করবেন।
আরো গুরুত্বপূর্ণ প্রাইভেট জব খুজতে এই ওয়েবসাইট Check Now