Primary TET 2023 Certificate: প্রাইমারি টেট 2023 সার্টিফিকেট দেওয়া শুরু হলো!

Primary TET 2023 Certificate: পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য প্রাথমিক টেট 2023 অনুষ্ঠিত হয়েছিল। সেই টেট পরীক্ষার সার্টিফিকেট ( primary TET 2023)দেওয়া শুরু হলো! কিভাবে পাবেন দেখে নিন!

প্রাথমিক শিক্ষক নিয়োগের ইলিজিবিলিটি টেস্টের জন্য প্রথমে টেট পরীক্ষা (Primary TET 2023 certificate) দিতে হয়। এই টেট পরীক্ষায় কোয়ালিফাই করলে তবেই প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রথম ধাপ অতিক্রম করা যায়। এরপর ইন্টারভিউ, তারপর ইন্টারভিউতে সিলেক্ট হলে তবেই প্রাথমিক শিক্ষক হওয়া যায়!

প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে 2023 সালে একটি নোটিফিকেশন জারি হয়েছিল, যার মেমো নম্বর 1945/ WBBPE/2024 তারিখ 13.09.2023 সেই নোটিফিকেশনে বলা হয়েছিল প্রাথমিক শিক্ষক নিয়োগের টিচার এলিজিবিলিটি টেস্ট (Primary TET 2023) অনুষ্ঠিত হবে 10.12.2023 রবিবার। তবে বিভিন্ন কারণবশত প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা ওই দিন অনুষ্ঠিত হয়নি। তার বদলে 24.12.2023 দুপুর ১২ টায় অনুষ্ঠিত হয়।

এদিন প্রাথমিক শিক্ষা পর্ষদের নিজস্ব ওয়েবসাইট থেকে প্রাইমারি টেট 2023 (primary TET 2023) এর সার্টিফিকেট ডাউনলোডের অপশন দেওয়া হয়েছে। কিভাবে টেট সার্টিফিকেট পাবেন, চলুন দেখে নেওয়া যাক;

টেট ২০২৩ সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করবেন?

  1. প্রথমে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটি হলো www.wbbpeonline.com
  2. এই ওয়েবসাইটে লগইন করার পর একটি উইন্ডো খুলবে বক্স আকারে ,যেখানে লেখা রয়েছে Teacher Eligibility Test 2023, (TET 2023). এই উইন্ডো টি ক্লিক করলেই আরো একটি নতুন উইন্ডো খুলবে!

3. নতুন উইন্ডো খুললেই ডানদিকে দেখতে পাবেন TET 2023 Certificate Download অপশনটি ওই অপশনটিতে ক্লিক করলেই দেখতে পাবেন আরো একটি নতুন উইন্ডো খুলছে।

    4. এবার এই নতুন উইন্ডোতে আপনার নিজস্ব তথ্য ইনপুট করতে হবে। যেমন Registration number ও জন্মতারিখ। এর নিচে ডাউনলোড ইওর সার্টিফিকেট অপশনে ক্লিক করলেই আপনার সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে।

      টেট সার্টিফিকেট ডাউনলোড করার পর যত্ন করে রেখে দেবেন। প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য যখন বিজ্ঞপ্তি হবে তখন এই সার্টিফিকেট প্রডিউস করে শিক্ষক নিয়োগের জন্য আবেদন করতে পারবেন।

      Primary TET 2023 Official website

      Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

      Leave a Comment