Presidency University PhD Admission: প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে পি এইচ ডি ফর্ম ফিলাপ শুরু।

Presidency University: পশ্চিমবঙ্গের প্রেসিডেন্সি ইউনিভার্সিটি তে পিএইচডিতে ভর্তির (Phd Admission) জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রেসিডেন্সি ইউনিভার্সিটি (Presidency University) এর বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন বিষয়ে অনলাইনে পিএইচডিতে ভর্তির (PhD Admission) আবেদন করা যাবে। কেবলমাত্র UGC, UGC- CSIR NET/LS কোয়ালিফাইড ছাত্রছাত্রীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

বিষয়: PhD Admission 2024

বিশ্ববিদ্যালয়ের নাম: Presidency University

Session: 2024-25 ( August cycle)

আবেদন ফি: 500 টাকা।

প্রয়োজনীয় যোগ্যতামান:

  1. পিএইচডি তে ভর্তির জন্য পোস্ট গ্রাজুয়েট ডিগ্রী থাকতে হবে । সংশ্লিষ্ট বিষয় সেইসঙ্গে 55 শতাংশ নম্বর থাকতে হবে।
  2. সংরক্ষিত চাকরি প্রার্থীরা 5% ছাড় পাবেন।
  3. কেবলমাত্র UGC, UGC- CSIR NET/LS কোয়ালিফাইড ছাত্রছাত্রীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

13.08.24

To

The secretary, Faculty Councils

Presidency University

86/1 College Street

Kolkata 700073

আবেদন প্রক্রিয়া: সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে অনলাইন পেমেন্ট করতে হবে এসবিআই কালেক্ট পোটাল এর মাধ্যমে। বিশ্ববিদ্যালয়ের (presidency University)নিজস্ব ওয়েবসাইট লিঙ্কে দেওয়া আছে।

গুরুত্বপূর্ণ তারিখ:

অনলাইন আবেদন শুরু30.07.24
অনলাইন ফি জমা30.07.24
আবেদনের শেষ তারিখ 13.08.24
অনলাইন ফি জমার শেষ তারিখ 13.08.24
হার্ডকপি জমা21.08.24
ইন্টারভিউ পরে জানানো হবে।

Selection Procedure: সমস্ত পিএইচডি তে ভর্তি ছাত্র-ছাত্রীদের ৫০০ শব্দের মধ্যে একটি রিসার্চ প্রপোজাল পাঠাতে হবে। যেটি বিশ্ববিদ্যালয়ের( President University) নিজস্ব ঠিকানায় পাঠাতে হবে। প্রোপজাল ভালো করে দেখে যোগ্য প্রার্থীদের শর্ট লিস্ট করে ইন্টারভিউতে ডাকা হবে। প্রপোজাল লিখতে হবে তাদের নির্দিষ্ট রিসার্চ অঞ্চল নিয়ে।
ইন্টারভিউতে সফল হলে PhD তে রেজিস্ট্রেশন হবে। তারপর কোর্স ওয়ার্কের জন্য ক্লাস শুরু হবে।

কোন বিষয়ে কতগুলো শূন্য পদ আছে?

বিষয়মোট শূন্যপদ
Bengali 6
History 7
Sociology 6
Hindi 2
English 3
Philosophy 4
Physics 48
life science 19
Economy 5
Mathematics 22
chemistry 49
statistics 3
Geology 15
Astrophysics 7
Institute of Heath science 11

গুরুত্বপূর্ণ লিঙ্ক:

Notification Click here
official website Click here

আগ্রহী ছাত্র-ছাত্রীদের কাছে অনুরোধ প্রেসিডেন্সি ইউনিভার্সিটির নিজস্ব ওয়েবসাইটে গিয়ে নিজেদের যোগ্যতা ভালো করে চেক করে আবেদনের যোগ্য হলে তবেই আবেদন করবেন।

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

                                                                                                      

Leave a Comment

Exit mobile version