NTPC Recruitment 2024 : NTPC সংস্থায় জুনিয়র এক্সিকিউটিভ পদে চাকরির নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা কিভাবে আবেদন করবেন তা দেখে নিন।
বাড়িতে বসে কোন অভিজ্ঞতা ছাড়াই দশটি গুরুত্বপূর্ণ কাজের মাধ্যমে আয় করুন
১. পদের নাম : জুনিয়র এক্সিকিউটিভ। (Junior Executive)
- মোট শূন্যপদ : ৫০ টি ।
নিয়োগের বিজ্ঞপ্তি অনুসারে অসংরক্ষিত প্রার্থীদের জন্য ২২ টি পদ রয়েছে, ইউব্লিউএসের জন্য রয়েছে ৫ টি পদ, OBC দের জন্য রয়েছে ১৩ টি, SSC & ST প্রার্থীদের জন্য রয়েছে তিনটি আসন।
৩. শিক্ষাগত যোগ্যতা:
এই পদে নিয়োগের জন্য আবেদনকারীদের অবশ্যই কৃষিবিজ্ঞান বিষয়ে বিএসসি ডিগ্রী থাকতে হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে । চাকরি পাওয়ার পর তাদের প্রধান দায়িত্ব হবে কৃষকদের এবং সাধারণ মানুষদের বায়োমাস বিষয়টি নিয়ে সতর্কতা করা। এমনকি বায়োমাসি বিভিন্ন কাজ সম্পর্কে ,সেটা কিভাবে ব্যবহার করা হয় , এবং বজ্র পরিকল্পনা বিষয়টি নিয়ম তাদের কাছে সতর্কতা প্রচার করতে হবে।
বেতন: 40000 টাকা।
৪. বয়স সীমা :
আবেদনকারীদের বয়স অবশ্য ২৭ বছরের মধ্যে থাকতে হবে। এই কাজে যোগ দিতে গেলে আগামী ২৮ অক্টোবর ২০২৪ এর মধ্যে প্রার্থীর সর্বোচ্চ বয়স ২৭ বছর হতে হবে। এই পদে সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়স সীমা ছাড় রয়েছে । এছাড়াও অন্য কোন অতিরিক্ত তথ্য জানার জন্য প্রার্থীদের NTPC সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এই ওয়েবসাইটটি হল – ntpc.co.in ।
৫. যোগ্য প্রার্থীদের নির্বাচন :
এই সংস্থার জুনিয়র এর এক্সিকিউটিভ পদে প্রার্থীদের নির্বাচন ইন্টারভিউ এর ভিত্তিতে করা হবে। এছাড়া সংস্থার পক্ষ থেকে দেওয়া হবে নানান রকম সুযোগ-সুবিধা অর্থাৎ থাকার জায়গা, এইচ আর এ মেডিকেল ও অন্যান্য সুবিধে এবং অ্যালাউয়েন্স । ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থীদের নির্বাচন করা হলো কোনো লিখিত পরীক্ষাও নেওয়া যেতে পারে।
আবেদন ফি:
আবেদন ফি হিসেবে আগ্রহী প্রার্থীদের ৩০০ টাকা জমা দিতে হবে। সংরক্ষিত প্রার্থীদের জন্য কোন মূল্য দিতে হবে না ।
গুরুত্বপূর্ণ তারিখ:
অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 14.10.2024 থেকে।
অনলাইন আবেদনের শেষ তারিখ: 28.10.2024
গুরুত্বপূর্ণ লিংক:
NTPC Recruitment Notification Pdf
Official website: Click here