NMMSE: অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা এবার প্রতিবছরে 12000 টাকা করে পাবে। ডাইরেক্টর অফ স্কুল এডুকেশন (wbsed) পশ্চিমবঙ্গ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে। nmmse scholarship এর মাধ্যমে টাকা পাওয়া যাবে। কারা আবেদন করতে পারবেন? যোগ্যতা কি কি থাকতে হবে? সমস্ত কিছু দেখে নিন।
ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলার্শিপ এক্সামিনেশন ২০২৪ (nmmse) এর মাধ্যমে রাজ্যের বিভিন্ন স্কুলগুলি ছাত্র-ছাত্রীদের বাৎসরিক ১২০০০ টাকা প্রদানের জন্য এই স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে যার মাধ্যমে ছাত্র-ছাত্রীরা তাদের পড়াশোনা আর্থিক সাহায্য পেতে পারে।
পশ্চিমবঙ্গ শিক্ষাদপ্তর( wbsed) এর জন্য যোগ্যতা মান আবেদন পদ্ধতি পরীক্ষা পদ্ধতি সমস্ত কিছু বিষয়ে এই নোটিফিকেশনের মাধ্যমে তুলে ধরেছেন। nmmse স্কলারশিপ এর জন্য একটি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীকে স্কলারশিপ দেওয়া হবে
যোগ্যতামান: (Eligibility)
- বর্তমানে যে সমস্ত ছাত্রছাত্রীরা অষ্টম শ্রেণীতে (Class VIII) পড়ছে তারা যদি সপ্তম শ্রেণীর (Class VII) বার্ষিক পরীক্ষাতে ৫৫% নম্বর পান। তাহলে তারা এই স্কলারশিপের (nmmse) জন্য আবেদন করতে পারবেন।
সংরক্ষিত শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য ৫% নম্বরে ছাড় পাওয়া যাবে। - পিতা মাতার বাৎসরিক ইনকাম (Income certificate) সাড়ে তিন লাখ টাকার বেশি হলে চলবে না।
ক) পিতা-মাতা চাকরিজীবী হলে অবশ্যই ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে।
খ) পিতা-মাতা চাকরিজীবী না হলে তাদেরও ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে। ইনকাম সার্টিফিকেট নিতে হবে জয়েন্ট বিডিও, এক্সিকিউটিভ অফিসারদের থেকে। তবে কর্পোরেশন বা মিউনিসিপালিটি এরিয়ায় হলে যেকোনো গ্রুপ এ অফিসার এই সার্টিফিকেট দিতে পারবেন।
রাজ্যের কোন কোন স্কুলের ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না?
কেন্দ্রীয় বিদ্যালয়, জহর নবোদয় বিদ্যালয়, রাজ্য পরিচালিত কোন রেসিডেন্সিয়াল স্কুল অথবা প্রাইভেট স্কুল এই স্কলারশিপ এর আবেদন করতে পারবে না।
কারা আবেদন করতে পারবে?
সরকারি স্কুল সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল সরকারি গভমেন্ট স্পন্সার স্কুল, লোকাল বডি স্কুল ও মাদ্রাসা।
কিন্তু আবাসিক হলে চলবে না।
এই স্কলারশিপে আবেদনের জন্য ছাত্র-ছাত্রীদের অবশ্যই ব্যাংক একাউন্ট থাকতে হবে। জয়েন্ট একাউন্ট থাকলেও হবে।
পশ্চিমবঙ্গের ২৩ টা জেলার সমস্ত ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবেন। সমস্ত জেলাকে দুটি এডুকেশনাল ডিস্টিক হিসেবে ঘোষণা করা হয়েছে।
ব্যারাকপুর এডুকেশনাল ডিস্ট্রিক্ট ও শিলিগুড়ি এডুকেশনাল ডিস্ট্রিক্ট।
অনলাইন আবেদন পদ্ধতি:
www.Scholarship.gov.in এই ওয়েবসাইটে প্রথমে ছাত্র-ছাত্রীদের রেজিস্ট্রেশন করতে হবে। এর জন্য একটি সক্রিয় ইমেইল আইডি ও ফোন নম্বর থাকতে হবে। রেজিস্টার এর পর লগইন আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। সেটি সংরক্ষণ করে রাখতে হবে।
আবেদনের জন্য একটি স্ক্যান পাসপোর্ট সাইজ ছবি লাগবে যেটি ৫০ কেবির মধ্যে হতে হবে। (jpg format ),( 3.5×4.5 cm).
ও সিগনেচার স্ক্যান কপি লাগবে।
কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে?
- পিতা-মাতার ইনকাম সার্টিফিকেট।
- কাস্ট সার্টিফিকেট।
- Disability Certificate (40%).
এই সমস্ত সার্টিফিকেট গুলি পিডিএফ আকারে স্ক্যান করে আপলোড করতে হবে। ২০০ কেবির মধ্যে।
পরীক্ষার সিলেবাস: nmmse পরীক্ষার জন্য নির্দিষ্ট করে কোন সিলেবাস দেওয়া হয়নি । তবে ক্লাস সেভেন (class- VII) ও অষ্টম শ্রেণী ( VIII) সিলেবাসে পরীক্ষা হবে। যে যে বিষয়গুলি থাকবে সে গুলি হল;
- Mathematics
- Physical science
- Life science
- History
- Geography
Examination Pattern:
Name of the Test | Type | Marks | No of item | Duration |
Mental Ability Test | MCQ | 90 | 90 | 90 min |
Scholastic Apptitute test | MCQ | 90 | 90 | 90 min |
গুরুত্বপূর্ণ তারিখ:
অনলাইন আবেদন শুরু হয়েছে : 15.07.2024 থেকে।
অনলাইন আবেদনের শেষ তারিখ : 14.08.2024
পরীক্ষার দিন: 15.12.2024
গুরুত্বপূর্ণ লিংক:
subject | Link |
Postal Address of DI | Click here |
Notification | Click here |
User Manual | Click here |
Official website | Click here |
ছাত্র ছাত্রীর কাছে অনুরোধ পোর্টালে দেওয়া তথ্য সম্পূর্ণরূপে যাচাই করে তারপর আবেদন করবেন কোন প্রশ্ন জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।