ন্যাশনাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড (NICL Recruitment 2024) কলকাতা, এপ্রেন্টিস (Apprentice Recruitment) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। কিভাবে আবেদন করবেন দেখে নেওয়া যাক;
ন্যাশনাল ইন্সুরেন্স কোম্পানি (NICL Recruitment 2024) কলকাতা যেটি ভারত সরকার দ্বারা স্বীকৃত। এগ্রিকালচারাল এপেন্টিস (Apprentice Recruitment) নিয়োগ করতে চলেছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা নিম্নলিখিত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন। শূন্যপদ , নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি, সিলেবাস, বেতন, ফি ,সমস্ত বিস্তারিত দেখে নেওয়া যাক।
চাকরির খবর: ন্যাশনাল আয়ুষ মিশনে চাকরি এখনই আবেদন করুন
পদের নাম: এগ্রিকালচারাল অ্যাপেন্টিস (Apprentice Recruitment)
নিয়োগ কারী সংস্থা:ন্যাশনাল ইন্সুরেন্স কোম্পানি কলকাতা (NICL Recruitment)
শূন্যপদ: 16 টি।
যোগ্যতা মান:
- যেকোনো ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন ও পোস্ট গ্রাজুয়েশনে ৬০% শতাংশ নম্বর থাকতে হবে সংরক্ষিত চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে ৫৫% নম্বর পেলে হবে।
2.একচুয়ারিয়াল থেকে পাশ অথবা ইনস্টিটিউট অফ একচুয়ারিস ইন্ডিয়া থেকে তিন বছরের ডিগ্রী থাকলে চলবে।
বয়স সীমা:
২৭ বছরের বেশি হলে চলবে না। তবে সংরক্ষিত চাকরি প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমা ছাড় পাবেন, ৩০ বছর পর্যন্ত।
মান্থলি স্টাইপেন্ড:
প্রথম বছরের ৪০ হাজার টাকা প্রতি মাস।
দ্বিতীয় বছরের 60 হাজার টাকা প্রতি মাস।
দুই বছরের জন্য নিয়োগ হবে।
কিভাবে আবেদন করবেন?
আগ্রহী চাকরিপ্রার্থীরা আবেদন করার জন্য অবশ্যই একটি এক্টিভ ইমেইল ও একটি একটিভ মোবাইল নম্বর থাকতে হবে।
চাকরি প্রার্থীরা ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি (NICL Recruitment) লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন। সেখানে গিয়ে লগইন করবেন । এই ওয়েবসাইটে www.nationalinsurance.nic.co.in/en/Recruitments
ওয়েবসাইট থেকে আবেদনের ফরমটি ডাউনলোড করে নেবেন। এরপর ডাউনলোড করা ফরমটি ফিলাপ করে এবং প্রয়োজনীয় কাগজপত্র অ্যাটাচ করে জমা করতে হবে।
আবেদন করার ঠিকানা:
The chief Manager
Personnel Department
National insurance co ltd
Head office, Premises No 180374 Plot no. CBD -81, New Town kolkata 700156
আবেদনপত্র ইমেইলেও পাঠানো যাবে: HO.pers@nic.co.in
গুরুত্বপূর্ণ তারিখ:
অফলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 13.09.2024 থেকে।
অফলাইনে আবেদনের শেষ তারিখ 15.10.2024
গুরুত্বপূর্ণ লিংক:
Official Notification: Click Here
official website: Click Here
চাকরিপ্রার্থীদের কাছে অনুরোধ আপনারা ন্যাশনাল ইন্সুরেন্স কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সমস্ত তথ্য যাচাই করে নিশ্চিত হয়ে তবেই আবেদন করবেন।