মাধ্যমিক স্তরের শিক্ষকরা এই সুবিধা এর আগে থেকে পেয়ে আসছেন। এবার প্রাথমিক শিক্ষকরাও এই সুবিধার আওতায় আসতে চলেছেন। সেটি হল এই ডিসেম্বর মাসের মধ্যেই অনলাইন ইনডিভিজুয়াল পিএফ (NGIPF) একাউন্ট জেনারেশন করতে হবে। এ নিয়ে কি জানা যাচ্ছে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক।
পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর বর্তমানে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করেছেন। সেই নোটিফিকেশনের মেমো নম্বর হলো 475/sc/G/DSE-12099/17/2024 GA – SEC – DSE তারিখ 28.11.2024 . এই নোটিফিকেশনে পশ্চিমবঙ্গ জয়েন্ট ডাইরেক্টর অফ স্কুল এডুকেশন, কন্ট্রোলার অফ স্কুল এডুকেশন ডিপিএসসি সমস্ত জেলাকে জানানো হয়েছে যে NGIPF অ্যাকাউন্ট খুলতে হবে সমস্ত প্রাথমিক শিক্ষক ও শিক্ষাকর্মীদের সেইসঙ্গে ডিপিএসসিতে চাকরিরত সমস্ত চাকরিজীবীদেরও।
রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত ও পোষিত মাধ্যমিক স্তরের শিক্ষকরা ইতিমধ্যেই ইন্ডিভিজুয়াল পিএফ একাউন্ট পেয়েছেন। এবার প্রাথমিক শিক্ষকরা ও ইন্ডিভিজুয়াল পিএফ অ্যাকাউন্ট পাবেন। যেটি পরিচালনা করা হয় WBIFMS থেকে। যদিও মাধ্যমিক স্তরের শিক্ষকদের জন্য চালু হওয়া ইন্ডিভিজুয়াল পিএফ মসৃণভাবে কাজ করছে না, তবুও রাজ্য সরকারের এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলা যাবে। ধীরে ধীরে সমস্ত শিক্ষকদের জন্য অনলাইন পিএফ একাউন্ট চালু হয়ে যাবে।
গুরুত্বপূর্ণভাবে এই নোটিফিকেশনে বলা হয়েছে যে ডিসেম্বর মাসের সেলারি বিল সাবমিট করার আগে অবশ্যই প্রত্যেক প্রাথমিক শিক্ষক শিক্ষাকর্মী এবং ডিপিএসসিতে কর্মরত চাকরিজীবীদের অনলাইন NGIPF একাউন্ট খুলতে হবে। যদি ওই নির্দিষ্ট সময়ের মধ্যে পিএফ একাউন্ট তৈরি করা না হয় তাহলে সেলারি বিল সাবমিট আটকে যাবে। কারণ পিএফ একাউন্ট তৈরি না হলে আইওএসএমএস পোর্টালে স্যালারি ফাইনালাইজ করা যাবে না। ফলে বেতন বন্ধ হওয়ার আশঙ্কা থাকছে।
অনলাইন পিএফ একাউন্ট খোলার জন্য WBIFMS পোর্টালে প্রবেশ করতে হবে। এরপর NGIPF একটি অপশন থাকবে সেখানে ক্লিক করার পর একাউন্টে জেনারেশন করা যাবে। নির্দিষ্ট ফোন নম্বরে ওটিপি আসবে এবং ডিফল্ট পাসওয়ার্ড চেঞ্জ করে নতুন পাসওয়ার্ড তৈরি করা যাবে। ফলে যে কোন চাকরিজীবী বাড়িতে বসে তার পিএফ অ্যাকাউন্টটি দেখতে পাবেন এমনকি পিএফ একাউন্ট এ কত টাকা জমেছে ? কত কি ইন্টারেস্ট পেয়েছেন? পিএফ থেকে লোন নেওয়া যাবে, আরো অনেক কিছু সুবিধা পাওয়া যাবে বলে জানা যাচ্ছে। দ্রুত এই কাজটি দক্ষতার সঙ্গে সেরে ফেলার জন্য শিক্ষাদপ্তর থেকে এই নির্দেশিকা এসেছে।
For Online Application: Click here