National Achievement Survey: পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষার( PBSSM) অধীনে ন্যাশনাল এচিভমেন্ট সার্ভের (NAS) মাধ্যমে পশ্চিমবঙ্গের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলির জন্য পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। এবছর কোন কোন গুলি সুযোগ পাবে? কবে পরীক্ষা শুরু হবে? দেখে নেওয়া যাক।
পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন (PBSSM) এর মেমোন নম্বর – 139/ped/ PBSSM তারিখ 13.08.24 অনুযায়ী পশ্চিমবঙ্গের ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার SSM (সমস্ত জেলা), ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন (সমস্ত জেলা) ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল প্রাইমারি এডুকেশন (সমস্ত জেলা) এর উদ্দেশ্যে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে।
Subject: information Regarding Conduct of Achievement Survey (Rastriya Survekshan ) 2024.
পরীক্ষার দিন: 19 নভেম্বর 2024
কোন কোন স্কুল নেওয়া হবে?
প্রতিবছর ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভের (National Achievement Survey) পরীক্ষা হয়ে থাকে এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য পশ্চিমবঙ্গের সেকেন্ডারি ও প্রাইমারি স্কুল গুলি সিলেক্ট করা হয়। গত বছর অর্থাৎ ২০২৩ এ যে সমস্ত স্কুলগুলি অংশগ্রহণ করেছিল। সেই সমস্ত স্কুল গুলি ২০২৪-এ অংশগ্রহণ করতে পারবে না। যে সমস্ত স্কুলগুলি এই পরীক্ষার জন্য মনোনীত হবে। তাদেরকে নোটিশ সহ সিলেবাস পরীক্ষা পদ্ধতি,নোডাল টিচার নিয়োগ, সমস্ত কিছু পরে জানিয়ে দেওয়া হবে।
কোন কোন ক্লাস অংশগ্রহণ করতে পারবে?
ন্যাশনাল এচিভমেন্ট সার্ভে (National Achievement Survey) পরীক্ষাতে এ বছর প্রধানত প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণী ও সেকেন্ডারি স্কুল থেকে ষষ্ঠ ও নবম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা এই পরীক্ষা দিতে পারবেন।
কোন কোন বিষয়ে পরীক্ষা হবে?
Class III : বাংলা, ইংলিশ, অংক ও পৃথিবী সম্পর্কে।
Class VI: বাংলা, ইংলিশ, অংক ও পৃথিবী সম্পর্কে।
Class IX: বাংলা, ইংলিশ, অংক, বিজ্ঞান ও সমাজ বিজ্ঞান।
ন্যাশনাল এচিভমেন্ট সার্ভের (National Achievement Survey) মাধ্যমে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের (PBSSM) অধীনে প্রাথমিক ও সেকেন্ডারি স্কুলগুলি ছাত্রছাত্রীদের মধ্যে লার্নিং আউট কাম বের করার জন্য এই প্রয়াস।
অল্পদিনের মধ্যে এই পরীক্ষার পদ্ধতির সিলেবাস, প্রশ্নপত্রের ধরন, সমস্ত কিছু নিয়ে ডিটেলস সিলেক্টেড স্কুলগুলিকে পাঠানো হবে। যাতে সেই সমস্ত স্কুলের ছাত্র-ছাত্রীরা আগে থেকে প্রস্তুতি নিতে পারে।
পশ্চিমবঙ্গের ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার SSM (সমস্ত জেলা), ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন (সমস্ত জেলা) ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল প্রাইমারি এডুকেশন (সমস্ত জেলা) এর উদ্দেশ্যে জানা যাচ্ছে যে- এই বিষয়টি দ্রুত স্কুলগুলিকে জানাতে হবে ও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার জন্য পদক্ষেপ করতে হবে।
National Achievement Survey Notification PDF