টেস্ট ক্রিকেটে কোন ক্রিকেটার (Most Man of the series Awards Winner in Test Cricket) সবচেয়ে বেশি বার ম্যান অব দ্যা সিরিজ হয়েছেন!

পুরুষ ক্রিকেটে, টেস্ট ক্রিকেট (Most Man of the series Awards Winner in Test Cricket ) একটি অন্যতম জনপ্রিয় ফরম্যাট। এই ক্রিকেটে কোন কোন ক্রিকেটার সবচেয়ে বেশিবার ম্যান অফ দ্যা সিরিজ (Man of the series) হয়েছেন? সম্প্রতি ভারত বনাম বাংলাদেশের মধ্যে টেস্ট সিরিজ সমাপ্ত হয়েছে। এই সিরিজে ভারত 2-0 তে জয়ী হয়েছে। এই টেস্ট সিরিজে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন রবি চন্দন অশ্বিন (Rabi Chandran Ashwin) ।

ভারত বনাম বাংলাদেশের মধ্যে টি-টোয়েন্টি ম্যাচের সময়সূচি দেখে নিন

পুরুষ টেস্ট ক্রিকেটে পৃথিবীর কোন কোন ক্রিকেটার সবচেয়ে বেশিবার ম্যান অফ দা সিরিজ (Man of the series) হয়েছেন সেই পরিসংখ্যান আজকে দেখে নেব।  এই পরিসংখ্যানটি জানতে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখবেন। এই পরিসংখ্যানটি 1980  সালের পর থেকে 2024  সালের অক্টোবর মাস পর্যন্ত সময়ে সবচেয়ে বেশিবার কোন  20 জন ক্রিকেটার ম্যান অফ দ্যা সিরিজ হয়েছেন তা জেনে নেব।

র‍্যাঙ্ক ক্রিকেটার ম্যাচ সংখ্যা ম্যান অফ দা সিরিজ
1জ্যাক ক্যালিস (SA)16623
2মুথাইয়া মুরলীধরন (SL)13319
3ওয়াসিম আক্রম (Pak)10417
4শেন ওয়ান14517
5কুমার সাঙ্গা কারা13416
6রিকি পন্টিং16816
7কারলে এমব্রোজ9814
8তিভ ওয়া16814
9 সচিন তেন্ডুলকার20014
10 তিভ স্মিথ10913
11 জো রুট14613
12 মাহেলা জয়বর্ধনে14913
13 ইয়ান বোতাম10212
14 গ্রাহাম স্মিথ11712
15 প্রাণ লারা13112
16 ইমরান খান8811
17 অরবিন্দ ডিসিলভার9311
18রঙ্গনা হ্যারাথ9311
19কেনে উইলিয়াম10211
20শন পোলক10811
most Man of the series Awards in male test cricket

উল্লেখিত পরিসংখ্যানটি তথ্য সংগ্রহ করা হয়েছে ESPN Cricket info ও ICC নিজস্ব ওয়েবসাইট থেকে। সময়ের সঙ্গে সঙ্গে এই পরিসংখ্যান পরিবর্তিত হবে। তবে ক্রিকেট শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত এই পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।

All data source of most man of the series Awards Winner in Test Cricket: Click here

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

Leave a Comment