পুরুষ ক্রিকেটে, টেস্ট ক্রিকেট (Most Man of the series Awards Winner in Test Cricket ) একটি অন্যতম জনপ্রিয় ফরম্যাট। এই ক্রিকেটে কোন কোন ক্রিকেটার সবচেয়ে বেশিবার ম্যান অফ দ্যা সিরিজ (Man of the series) হয়েছেন? সম্প্রতি ভারত বনাম বাংলাদেশের মধ্যে টেস্ট সিরিজ সমাপ্ত হয়েছে। এই সিরিজে ভারত 2-0 তে জয়ী হয়েছে। এই টেস্ট সিরিজে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন রবি চন্দন অশ্বিন (Rabi Chandran Ashwin) ।
ভারত বনাম বাংলাদেশের মধ্যে টি-টোয়েন্টি ম্যাচের সময়সূচি দেখে নিন
পুরুষ টেস্ট ক্রিকেটে পৃথিবীর কোন কোন ক্রিকেটার সবচেয়ে বেশিবার ম্যান অফ দা সিরিজ (Man of the series) হয়েছেন সেই পরিসংখ্যান আজকে দেখে নেব। এই পরিসংখ্যানটি জানতে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখবেন। এই পরিসংখ্যানটি 1980 সালের পর থেকে 2024 সালের অক্টোবর মাস পর্যন্ত সময়ে সবচেয়ে বেশিবার কোন 20 জন ক্রিকেটার ম্যান অফ দ্যা সিরিজ হয়েছেন তা জেনে নেব।
র্যাঙ্ক | ক্রিকেটার | ম্যাচ সংখ্যা | ম্যান অফ দা সিরিজ |
1 | জ্যাক ক্যালিস (SA) | 166 | 23 |
2 | মুথাইয়া মুরলীধরন (SL) | 133 | 19 |
3 | ওয়াসিম আক্রম (Pak) | 104 | 17 |
4 | শেন ওয়ান | 145 | 17 |
5 | কুমার সাঙ্গা কারা | 134 | 16 |
6 | রিকি পন্টিং | 168 | 16 |
7 | কারলে এমব্রোজ | 98 | 14 |
8 | তিভ ওয়া | 168 | 14 |
9 | সচিন তেন্ডুলকার | 200 | 14 |
10 | তিভ স্মিথ | 109 | 13 |
11 | জো রুট | 146 | 13 |
12 | মাহেলা জয়বর্ধনে | 149 | 13 |
13 | ইয়ান বোতাম | 102 | 12 |
14 | গ্রাহাম স্মিথ | 117 | 12 |
15 | প্রাণ লারা | 131 | 12 |
16 | ইমরান খান | 88 | 11 |
17 | অরবিন্দ ডিসিলভার | 93 | 11 |
18 | রঙ্গনা হ্যারাথ | 93 | 11 |
19 | কেনে উইলিয়াম | 102 | 11 |
20 | শন পোলক | 108 | 11 |
উল্লেখিত পরিসংখ্যানটি তথ্য সংগ্রহ করা হয়েছে ESPN Cricket info ও ICC নিজস্ব ওয়েবসাইট থেকে। সময়ের সঙ্গে সঙ্গে এই পরিসংখ্যান পরিবর্তিত হবে। তবে ক্রিকেট শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত এই পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।
All data source of most man of the series Awards Winner in Test Cricket: Click here