NEET ছাড়া মেডিকেল ক্যারিয়ার (Medical Career without NEET) তৈরি করবেন কিভাবে?

NEET ছাড়াই মেডিকেল ক্ষেত্রে কেরিয়ার (Medical Career without NEET) গড়া কি সম্ভব? সর্বভারতীয় নীট পরীক্ষার মাধ্যমে ডাক্তারী কোর্স করে ক্যারিয়ার তৈরি করা যায়। তবে দ্বাদশ শ্রেণীর পরে এমন অনেক মেডিকেল কোর্স আছে যেখানে নিট দেওয়ার প্রয়োজন হয় না। এই কোর্সগুলি আপনাকে ক্যারিয়ার গড়ে তুলতে সুযোগ দেয়। এরকম কিছু মেডিকেল কোর্সের কথা নিম্নে আলোচনা করা হলো –

বিএসসি নার্সিং (BSc Nursing):

নার্সরা স্বাস্থ্যসেবা ব্যবস্থার একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ। তারা ডাক্তারদের বিভিন্ন কাজে সহায়তা করে এবং রোগীদের খুব ভালো ভাবে যত্ন নেয় এছাড়াও ডাক্তারদের সার্জারিতে , রোগীর অবস্থা পর্যবেক্ষণ করতে তাদেরকে ওষুধ দিতে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ মেডিকেল পদ্ধতি পরিচালনা করাই নার্সদের কাজ।

  • কর্মস্থল : বিএসসি নার্সিং কোর্স করা কর্মীরা যে সমস্ত কর্মস্থল গুলিতে কাজ করার সুযোগ পায় সেগুলি হল যে –
    হাসপাতাল, ক্লিনিক, পুনর্বাসন কেন্দ্র, নার্সিংহোম, কমিউনিটি হেলথ সেন্টার কেন্দ্র এর মত জায়গা গুলিতে ।
  • বেতন : এই কোর্স করা কর্মীদের বাৎসরিক বেতন ২.৫ লাখ টাকা থেকে ৬ লাখ টাকা । বিদেশেও কাজের জন্য অনেক সুযোগ-সুবিধা থাকে, যেখানে নার্সরা আরো বেশি বেতন পান।

ব্যাচেলার অফ ফিজিওথেরাপি (BPT) :

ফিজিওথেরাপিস্টরা রোগীদের আঘাত থেকে সেরে ওঠা এবং অস্ত্রোপচার ছাড়াই চিকিৎসায় সাহায্য করে। তারা রোগীদের বিশেষ ব্যথা কমাতে চলাচল উন্নত করতে নানান রকম অনুশীলন পরিকল্পনা তৈরি করে।

  • কর্মস্থল : এই কোর্স করা কর্মীরা যে সমস্ত জায়গাগুলিতে নিয়োগের সুযোগ পায়, সেগুলি হল –
    স্কুল, হাসপাতাল, ক্লিনিক, স্পোর্ট সেন্টার, পুনর্বাসন কেন্দ্র ।
  • বেতন : এই কোর্স করা কর্মীদের বাৎসরিক বেতন তিন লাখ টাকা থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত। তবে অভিজ্ঞতার সাথে এটার বেতন আরো বাড়বে।

4500 প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি,আবেদন করুন

ব্যাচেলর অফ ফার্মাসি ( B. Pharm) :

এই কোর্স করা কর্মীরা ডাক্তারদের দেয়া প্রেসক্রিপশন অনুযায়ী রোগীদের ঔষধ সরবরাহ করে। তারা ওষুধের ব্যবহার, পার্শ্ব প্রতিক্রিয়া এবং সংরক্ষণ সম্পর্কিত সঠিক তথ্য রোগীদের কাছে প্রদান করে দেয়।

  • কর্মস্থল : এই কোর্স করা কর্মীরা যে সমস্ত জায়গা গুলিতে এই কাজের সুযোগ পায়, সেগুলি হল – হাসপাতাল, ফার্মেসি ,স্বাস্থ্য সেবা কেন্দ্র।
  • বেতন : এই কোর্স করা কর্মীদের বাৎসরিক বেতন ৪ লাখ টাকা থেকে ছয় লাখ টাকা। এছাড়াও অভিজ্ঞতা অনুযায়ী বেতন বাড়ে।

সাইকোলজি ( BA/ B. Sc/ M. Sc) :

এই কোর্স করা কর্মীরা মনুষ্যত্ববিদদের বিষণ্নতা, উদ্বেগ এবং বাই পোলার ডিসঅর্ডারের মত মানসিক সমস্যার চিকিৎসা করেন । তারা কোনো অসুস্থ রোগী এবং তাদের পরিবারের মানসিক অবস্থা উন্নত করতে কাউন্সিলিং প্রদান করেন ।

  • কর্মস্থল : এই কোর্স করা কর্মীরা যে সমস্ত জায়গা গুলিতে কাজে সুযোগ পায় সেগুলি হল –
    হাসপাতাল, প্রাইভেট ক্লিনিক, স্কুল ও কলেজ, কাউন্সিলিং সেন্টার, গবেষণা কেন্দ্র।
  • বেতন : এই কোর্স করা কর্মীদের বাৎসরিক বেতন ৫ লাখ টাকা থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত বেতন পায়।

ব্যাচেলার অফ মেডিকেল ল্যাব টেকনোলজি (BMLT) :

এই কোর্স করা কর্মীরা অর্থাৎ মেডিকেল ল্যাব টেকনোলজিস্টরা রোগ নির্ণয়ের সাহায্য করার জন্য পরীক্ষাগারে বিভিন্ন পরীক্ষা পরিচালনা করেন। তারা রক্ত, প্রস্রাব এবং অন্যান্য শারীরিক তরল বিশ্লেষণ করে সেটার রিপোর্ট তৈরি করেন।

  • কর্মস্থল : এই কোর্স করা কর্মীরা যে সমস্ত জায়গায় কাজে সুযোগ পায় সেগুলি হল –
    হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক ল্যাব, গবেষণা কেন্দ্র, ফার্মাসিউটিক্যাল কোম্পানি ।
  • বেতন : এই কোর্স করা কর্মীদের বাৎসরিক বেতন ৪.৫ লাখ থেকে ৬.৫ লাখ পর্যন্ত হয় এছাড়াও অভিজ্ঞতার সঙ্গে এটি বেড়ে 9 লাখ থেকে ১২ লাখ হয় বা তারও বেশি।

বিএসসি বায়ো টেকনোলজি :

বায়োটেকনোলজি হলো জীবন বিজ্ঞান এবং প্রযুক্তির মেলবন্ধন। এটি হলো একটি উদ্ভাবনী ক্ষেত্র যেখানে স্বাস্থ্য সেবা, কৃষ, পরিবেশ বিজ্ঞান এবং খাদ্যবিজ্ঞান সহ বিভিন্ন শিল্পে কর্মসংস্থানের সুযোগ-সুবিধা রয়েছে।।

  • কর্মস্থল : এই কোর্স করে কর্মীরা যে সমস্ত জায়গা গুলিতে কাজে সুযোগ পায় সেগুলি হল –
    ফার্মাসিউটিক্যাল কোম্পানি, স্বাস্থ্য সেবা ক্ষেত্র, কৃষি ক্ষেত্র, খাদ্য শিল্প এবং গবেষণা ল্যাব।
  • বেতন : এই কোর্স করা কর্মীরা বাৎসরিক ৪.৫ লাখ থেকে ৭ লাখ টাকা পায় । অভিজ্ঞতার সঙ্গে এটি বেড়ে ৯ থেকে ১৫ লাখ টাকা হয় এছাড়াও আরো বেশি হতে পারে।

তবে বিভিন্ন কোর্স করার আগে অবশ্যই বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় ভর্তি হবার অবশ্যই সঠিক তথ্য জেনে নেবেন।

আমাদের whatsapp গ্রুপজয়েন করুন
আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করুন

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

                                                                                                      
WhatsApp channel Join Now
Telegram channel Join Now

Leave a Comment

Exit mobile version