কলকাতা হাইকোর্টে (kolkata High Court Recruitment) বিভিন্ন শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে । আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফার, পিয়ন, নাইট গার্ড প্রভৃতি শূন্য পদে উচ্চ বেতনে নিয়োগ হবে। কারা আবেদন করতে পারবেন? শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে? সমস্ত কিছু দেখে নেওয়া যাক।
Employment notification no: 22 DRC, 25.07.24
পদের নাম:
ইংলিশ স্টেনোগ্রাফার লোয়ার ডিভিশন ক্লার্ক প্রসেস সার্ভার, পিয়ন/ নাইট গার্ড/ ফরাস ইত্যাদি।
মোট শূন্যপদ: 74 টি।
শূন্যপদের বিবরণ:
শূন্যপদ | সংখ্যা |
ইংরাজী স্টেনোগ্রাফার | 2 টি |
UDC | 7 টি |
LDC | 32 টি |
প্রসেস সার্ভার | 6 টি |
পিওন, নাইটগার্ড | 27 টি |
বেতন:
বিভিন্ন পদের জন্য বেতন আলাদা আলাদা । সর্বোচ্চ বেতন ৮৩ হাজার টাকা।
বরসসীমা:
18 থেকে 40 বছর। সংরক্ষিত চাকরি প্রার্থীরা সরকারি নিয়মে বয়সে ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা:
বিভিন্ন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন অষ্টম শ্রেণী পাস থেকে গ্রাজুয়েশন পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। সঙ্গে কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে টাইপিং এ স্প্রিড থাকতে হবে।
নিয়োগের পদ্ধতি :
লিখিত পরীক্ষার মাধ্যমে প্রতিটি পদে নিয়োগ করা হবে লিখিত পরীক্ষায় সাফল্য লাভ করলে তারপর কম্পিউটার টেস্ট পরীক্ষা নেওয়া হবে।
আবেদন ফি:
বিভিন্ন পদের জন্য জেনারেল ও সংরক্ষিত ক্যাটাগরি দিয়ে আবেদন ফি বিভিন্ন।
Name of the post | UR/ OBC-A, OBC-B, EWS | SC/ST |
English stenographer | 600+ bank charge | 300+ bank charge |
UDC | 600+ bank charge | 300+ bank charge |
LDC | 500 + bank charge | 250+ bank charge |
Process server | 400+ bank charges | 200+ bank charge |
Peaon | 300+ bank charge | 150 + bank charge |
Night Guard | 300+ bank charge | 150 + bank charge |
গুরুত্বপূর্ণ তারিখ:
আবেদনের প্রক্রিয়া শুরু হচ্ছে 27.27.24
আবেদনের শেষ তারিখ: 28.08.24
আবেদন ফি জমা দেওয়া যাবে 20.08.24 পর্যন্ত।
গুরুত্বপূর্ণ লিঙ্ক:
Notification | Click Here |
official website | Click Here |
আগ্রহী চাকরিপ্রার্থীদের কাছে অনুরোধ আপনারা নোটিফিকেশন ডিটেলস এ পড়ে , তারপর আবেদন করবেন।