Kazi Nazrul University Guest Faculty Recruitment 2024: পশ্চিমবঙ্গের আসানসোলে কাজী নজরুল ইউনিভার্সিটিতে কেবলমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে গেস্ট ফ্যাকাল্টি নিয়োগ করতে চলেছে আগ্রহী চাকরিপ্রার্থীরা নিম্নলিখিত যোগ্যতা অনুযায়ী উক্ত পদগুলিতে আবেদন করতে পারবেন। বিস্তারিত জেনে নিন।
সূচিপত্র
কাজী নজরুল ইউনিভার্সিটিতে (kazi Nazrul University Recruitment) সংস্কৃত বিভাগে তিনটি শূন্য পদে গেস্ট ফ্যাকাল্টি নিয়োগ করতে চলেছে। শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে এই পদ গুলিতে নিয়োগ হবে।
এয়ারপোর্ট অফ ইন্ডিয়ায় বিভিন্ন পদে চাকরির সুযোগ আবেদন করুন এখনি
পদের নাম:
গেস্ট ফ্যাকাল্টি। বিষয়; সংস্কৃত,
শূন্যপদ:
3টি।
এরিয়া স্পেশালাইজেশন:
সংস্কৃত বিষয়ে তিনটি দিকে স্পেশালাইজেশন থাকতে হবে।
a) ভারতীয় দর্শন।
b) কাব্য
c) শিলালিপি।
প্রয়োজনীয় যোগ্যতা:
কাজী নজরুল ইউনিভার্সিটিতে নিয়োগ হবে সম্পূর্ণ ইউজিসি নিয়ম অনুযায়ী। অর্থাৎ পোস্ট গ্রেজুয়েশনে ৫৫ শতাংশ নম্বর এবং নেট অথবা সেট পাস করে থাকতে হবে।
ইন্টারভিউতে তারিখ ও ঠিকানা :
ইন্টারভিউ হবে আগামী ৯ ডিসেম্বর ২০২৪
ঠিকানা:
Department of Sanskrit, Kazi Nazrul University, Asansol, West Bengal, Pin: 713340
সময়: 11.30 am থেকে।
আবেদন পদ্ধতি:
কাজী নজরুল ইউনিভার্সিটিতে গেস্ট ফ্যাকাল্টি (Guest Faculty Recruitment kazi Nazrul University) নিয়োগের জন্য আপনাকে ইন্টারভিউ দিতে হবে তার জন্য উপরে উল্লেখিত যোগ্যতা গুলি অবশ্যই থাকতে হবে।
ইন্টারভিউ এর সময় সমস্ত যোগ্যতার সার্টিফিকেট এক কপি জেরক্স করে নিয়ে যেতে হবে সেই সঙ্গে সকল যোগ্যতার সার্টিফিকেট অরিজিনাল নিয়ে যেতে হবে।
আইডি প্রুফ হিসাবে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড নিয়ে যেতে হবে। এবং অবশ্যই দুপুর বারোটার মধ্যে ইন্টারভিউ এর ঠিকানায় পৌঁছে যেতে হবে।
FAQ:
- প্রশ্ন : কাজী নজরুল ইউনিভার্সিটি কি ভালো?
উত্তর: ২০২৩ সালে সারা ভারতে কাজী নজরুল ইউনিভার্সিটি থান ছিল 65 তম।
- প্রশ্ন: কাজী নজরুল ইউনিভার্সিটি কি ইউজিসি দ্বারা অনুমোদিত?
উত্তর: হ্যাঁ । ইউজিসির এফিলেশান UGC, AIU, এবং রিকগনাইজেশন AICTE, BCI .
- কাজী নজরুল ইউনিভার্সিটি তে গেস্ট ফ্যাকাল্টি দের কত বেতন দিয়ে থাকে?
উত্তর: মাসে ২৫ হাজার টাকা।
- গেস্ট ফ্যাকাল্টি চাকরি কি পার্মানেন্ট?
উত্তর: না। সাধারণত একটি সেমিস্টারের জন্য নিয়োগ করা হয় পরে আবার রিটেনশন করা হয়।
- কাজী নজরুল ইউনিভার্সিটির গেস্ট ফ্যাকাল্টির বিজ্ঞপ্তি নম্বর?
উত্তর: Ref.No – KNU/R/advt. (Gust) 1653/24 তারিখ: 02.12.2024