স্টেট ব্যাঙ্ক ইন্ডিয়ায় স্পেশালিস্ট ক্যাডার অফিসার (sbi Specialist cadre Recruitment 2024)নিয়োগ, আবেদন করুন!

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্পেশালিস্ট ক্যাডার অফিসার (sbi Specialist cadre Recruitment 2024) পদে নিয়োগ করতে চলেছে। এর জন্য অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে।

ভারতের অন্যতম প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 1497 টি পদে স্পেশালিস্ট ক্যাডার অফিসার(sbi Specialist cadre Recruitment 2024) নিয়োগ করবে । আগ্রহী চাকরিপ্রার্থীরা নিম্নলিখিত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন । শূন্যপদ অনলাইন আবেদন, নোটিফিকেশন, ফি সমস্ত কিছু দেখে নেওয়া যাক।

পদের নাম : স্পেশালিস্ট ক্যাডার অফিসার (Specialist cadre officer)

মোট শূন্যপদ : 1497 টি।

আবেদন ফি:

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় স্পেশালিস্ট ক্যাডার অফিসার (sbi Specialist cadre Recruitment 2024) পদে নিয়োগের জন্য অনলাইনে ফি জমা করতে হবে ফি জমা করা যাবে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ও ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে।

UR / OBC/ EWS চাকরিপ্রার্থীদের জন্য ৭৫০ টাকা ফি জমা করতে হবে।

SC /ST/PWBD চাকরিপ্রার্থীদের জন্য কোন ফি জমা করতে হবে না।

যোগ্যতা মান:

চাকরিপ্রার্থীকে অবশ্যই B.E/B.Tech করতে হবে কম্পিউটার সাইন্স/ কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন টেকনোলজি/ ইলেকট্রনিক্স/ ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং।

অথবা

সমতুল্য ডিগ্রী করে থাকলে চলবে।

অথবা

M.Tech/ M.sc করতে হবে। কম্পিউটার সাইন্স/ কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন টেকনোলজি/ ইলেকট্রনিক্স/ ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং।

গুরুত্বপূর্ণ তারিখ

অনলাইন আবেদন ও ফি পেমেন্ট করতে পারবেন 14.09.2024 থেকে।

অনলাইন আবেদন ফি পেমেন্টের শেষ তারিখ 04.10.24

শূন্যপদের বিবরণ:

পদের নাম শূন্যপদ
ডেপুটি ম্যানেজার (সিস্টেম) –
প্রজেক্ট ম্যানেজমেন্ট এন্ড ডেলিভারি
187
ডেপুটি ম্যানেজার (সিস্টেম)-
ইনফ্রা সাপোর্ট এবং ক্লাউড ম্যানেজমেন্ট
412
ডেপুটি ম্যানেজার (সিস্টেম)-
নেটওয়ার্কিং অপারেশন
80
ডেপুটি ম্যানেজার (সিস্টেম)-
আইটি আর্কিটেক
27
ডেপুটি ম্যানেজার (সিস্টেম)-
ইনফরমেশন সিকিউরিটি
7
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিস্টেম784
vacancy details of sbi

গুরুত্বপূর্ণ লিংক:

SBI Specialist cadre Recruitment notification

official website

চাকরিপ্রার্থীদের কাছে অনুরোধ আপনারা এসবিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে সমস্ত তথ্য যাচাই করে তবেই আবেদন করবেন।

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

                                                                                                      

Leave a Comment

Exit mobile version