Jobs in Kolkata: বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশনে কেবলমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ হতে চলেছে । আগ্রহী চাকরিপ্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। আবেদন পদ্ধতি, ফরম ফিলাপ ডিটেলস এ দেখে নিন।
Advertisement No: 36/07/BMC/ GS/2024 তারিখ: 02.08.24
পদের নাম: স্যানিটারি ইন্সপেক্টর (sanitary Inspector)
শূন্যপদ: 4 টি
বেতন: 20000 টাকা প্রতি মাস।
Period Of Engagement: 6 months .
Interview date & Time: 21.08.24 , 11 টা থেকে।
ঠিকানা: 5th Floor, Conference Hall of Poura Bhawan, FD -415 A SEC- III , Salt Lake, Kolkata: 700106.
বয়সের উর্ধসীমা: 64 বছর বয়স হতে হবে , 31.08.2024 অনুযায়ী।
যোগ্যতা:
- যেকোনো অবসরপ্রাপ্ত ব্যক্তি যিনি সরকারি/ সেমি গভারমেন্ট /গভার্নমেন্ট আন্ডারটেকিং/ULB/ অথবা যেকোনো সরকারি সংস্থায় কাজ করে থাকলে স্যানিটারী ইন্সপেক্টর পদের জন্য আবেদন করতে পারবেন।
- চাকরিপ্রার্থীদের অবসরের যাবতীয় প্রমাণপত্র নিয়ে আসতে হবে।
- অবসরপ্রাপ্ত কর্মচারীর স্যানিটারি ইন্সপেক্টরশীপ ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে সঙ্গে ঠিকানার প্রমাণপত্র নিয়ে আসতে হবে।
বিজ্ঞপ্তি নম্বর: 3605/BMC/GS/2024 তারিখ: 02.08.24 অনুযায়ী।
পদের নাম : Medical Officer
যোগ্যতা: MBBS from MCI Recognized institution.
শূন্যপদ: 5টি।
বয়সসীমা: 67 বছর , 31.08.2024 অনুযায়ী।
Period: 1 year
বেতন: 24000 টাকা।
Interview date & time: 21.08.24 দুপুর 1 টা থেকে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক:
Notification | Click here |
Official website | Click here |
চাকরিপ্রার্থীদের কাছে অনুরোধ আপনারা বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইটে ভালো করে ভিজিট করবেন, এবং নোটিফিকেশন গুলি ভালো করে পড়ে, তবেই আবেদন করবেন । আরো তথ্য পেতে “MS Bangla News” ওয়েবসাইটটি ফলো করতে ভুলবেন না.।