Jobs in Kolkata: বিধান নগর মিউনিসিপাল কর্পোরেশনে চাকরি!

Jobs in Kolkata: বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশনে কেবলমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ হতে চলেছে । আগ্রহী চাকরিপ্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। আবেদন পদ্ধতি, ফরম ফিলাপ ডিটেলস এ দেখে নিন।

Advertisement No: 36/07/BMC/ GS/2024 তারিখ: 02.08.24

পদের নাম: স্যানিটারি ইন্সপেক্টর (sanitary Inspector)

শূন্যপদ: 4 টি

বেতন: 20000 টাকা প্রতি মাস।

Period Of Engagement: 6 months .

Interview date & Time: 21.08.24 , 11 টা থেকে।

ঠিকানা: 5th Floor, Conference Hall of Poura Bhawan, FD -415 A SEC- III , Salt Lake, Kolkata: 700106.

বয়সের উর্ধসীমা: 64 বছর বয়স হতে হবে , 31.08.2024 অনুযায়ী।

যোগ্যতা:

  1. যেকোনো অবসরপ্রাপ্ত ব্যক্তি যিনি সরকারি/ সেমি গভারমেন্ট /গভার্নমেন্ট আন্ডারটেকিং/ULB/ অথবা যেকোনো সরকারি সংস্থায় কাজ করে থাকলে স্যানিটারী ইন্সপেক্টর পদের জন্য আবেদন করতে পারবেন।
  2. চাকরিপ্রার্থীদের অবসরের যাবতীয় প্রমাণপত্র নিয়ে আসতে হবে।
  3. অবসরপ্রাপ্ত কর্মচারীর স্যানিটারি ইন্সপেক্টরশীপ ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে সঙ্গে ঠিকানার প্রমাণপত্র নিয়ে আসতে হবে।

বিজ্ঞপ্তি নম্বর: 3605/BMC/GS/2024 তারিখ: 02.08.24 অনুযায়ী।

পদের নাম : Medical Officer

যোগ্যতা: MBBS from MCI Recognized institution.

শূন্যপদ: 5টি।

বয়সসীমা: 67 বছর , 31.08.2024 অনুযায়ী।

Period: 1 year

বেতন: 24000 টাকা।

Interview date & time: 21.08.24 দুপুর 1 টা থেকে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক:

Notification Click here
Official website Click here

চাকরিপ্রার্থীদের কাছে অনুরোধ আপনারা বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইটে ভালো করে ভিজিট করবেন, এবং নোটিফিকেশন গুলি ভালো করে পড়ে, তবেই আবেদন করবেন । আরো তথ্য পেতে “MS Bangla News” ওয়েবসাইটটি ফলো করতে ভুলবেন না.।

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

Leave a Comment