কলকাতা পোর্ট ট্রাস্টে চাকরির সুযোগ! আবেদন করুন এখনই:Jobs In Kolkata 2024 (KPT)

Jobs In Kolkata 2024 (KPT) : কলকাতা বন্দর এ চাকরির জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা কিভাবে আবেদন করবেন তা দেখে নিন ।

রাষ্ট্রায়ত্ত ব্যাংক এ চাকরির সুযোগ এখনই আবেদন করুন

১. পদের নাম : রেডিও অফিসার পদ ।

২. মোট শূন্যপদ: ২ টি ।

৩. বয়সসীমা :

এই পদের জন্য আবেদনকারীর সর্বোচ্চ বয়স ৫৫ বছর হতে হবে ।

৪. শিক্ষাগত যোগ্যতা:

এই পদের জন্য আবেদনকারীর অবশ্যই গ্লোবাল মেরিটাইম ডিস্ট্রেস এন্ড সেফটি সিস্টেম এর জেনারেল অপারেটর সার্টিফিকেট থাকতে হবে ।এছাড়াও রেডিও অফিসার/ ইলেকট্রো টেকনিক্যাল অফিসার / সেকেন্ড অফিসার হিসাবে ২ বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

৫. বেতন : এই পদের মাসিক বেতন ৪৬,৫০০ টাকা ।

৬. আবেদনের সময়সীমা: আগামী ২৬ শে ডিসেম্বরের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আবেদন পত্রটি সাদা কাগজে লিখে নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে কলকাতা ওয়েবসাইটের তথ্য দেখুন ।

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

                                                                                           

Leave a Comment

WhatsApp channel Join Now