Jobs for Female: বাড়িতে বসে মহিলাদের দশটি কাজ! বেতন 5000 থেকে 50000 টাকা।

Jobs for Female: মহিলাদের বাড়িতে বসে কাজ করা বর্তমান সময়ে খুব জরুরি হয়ে পড়েছে। সবাই স্বাধীনভাবে কাজ করতে চায়। কারণ আর্থিক সঙ্গতি সবার প্রয়োজন। আজকে দশটি এমন কাজের কথা বলব যেটি মহিলারা বাড়িতে বসে করতে পারবে।

ডাট সায়েন্স নিয়ে পড়াশোনার করে কোন কোন চাকরি পাওয়া যায়

১. ফ্রিল্যান্স লেখালিখি :

বিবরণ : ফ্রিল্যান্সের কাজটি হল ব্লগ ,আর্টিকেল, কনটেন্ট ইত্যাদি লেখা। বিভিন্ন ক্লায়েন্টের জন্য নানান রকমের লেখা তৈরি করে আনতে হয়।
বেতন : এই আর্টিকেল পদের বেতন ১০০০ টাকা থেকে ৫০০০ হতে পারে । এই বিষয়ে অভিজ্ঞ লেখকেরা অনেক বেশি আয় করতে পারেন।

  • সময়সীমা : কাজের জটিলতার উপর নির্ভর করে তিন থেকে ৩-৭ দিন। কিছু কিছু সময় প্রকল্পের জন্য সময়সীমা ও বাড়তে পারে।

২. ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট :

  • বিবরণ : ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট পদের কাজটি হল প্রশাসনিক সহায়তা দেয়া ,ইমেইল পরিচালনা করা ,ক্যালেন্ডার পরিচালনা ইত্যাদি ।
  • বেতন : এই পদের বেতন প্রতি ঘন্টায় ৩০০-১০০০ টাকা ।
  • সময়সীমা : সপ্তাহে ১০-৩০ ঘন্টা কাজ করা যেতে পারে ।
    ৩. গ্রাফিক ডিজাইন :
  • বিবরণ : গ্রাফিক পদের কাজগুলি হল লোগো ডিজাইন , সোশ্যাল মিডিয়ার পোস্ট করা ,ইনফো গ্রাফিক্স তৈরি করা ,ডিজাইন সফটওয়্যার যেমন Adobe Illustrator , Photoshop ব্যবহার করা হয়।
    বেতন : এই পদের বেতন ৫০০০-২০,০০০ টাকা ।
    সময় সীমা : বিভিন্ন প্রকল্প অনুযায়ী ৫ থেকে ১৫ দিন লাগতে পারে।

৪. সোশ্যাল মিডিয়ার ম্যানেজমেন্ট :

  • বিবরণ : এই সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজটি হল বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্র্যান্ডের উপস্থিতি বৃদ্ধি করা , নানান রকমের কনটেন্ট তৈরি করা।
    বেতন : এই পদের বেতন প্রতি মাসে ১০,০০০ থেকে ৫০,০০০ টাকা ।
  • সময়সীমা : এই পদের সময়সীমা মাসিক পরিকল্পনার ভিত্তিতে সপ্তাহে ১০-১৫ ঘন্টা ।

৫. অনলাইন টিউশনি :

  • বিবরণ : অনলাইন টিউশনির কাজটি হল বিভিন্ন বিষয় যেমন বিজ্ঞান ভাষা গণিত ইংলিশ ইত্যাদি বিষয়ে টিউশনি দেওয়া । প্ল্যাটফর্ম যেমন zoom বা Skype ব্যবহার করা হয়।
  • বেতন : এই পদের বেতন প্রতি ঘন্টায় ৫০০ – ২,০০০ টাকা ।
  • সময়সীমা : এই পদের সময়সীমা মাসিক পরিকল্পনার ভিত্তিতে ,সপ্তাহে ১০-১৫ ঘন্টা ।

৬. ওয়েব ডেভলপমেন্ট :

  • বিবরণ : ওয়েব ডেভলপমেন্ট পদের কাজটি হল ওয়েবসাইট ডিজাইন ও ডেভলপমেন্ট করা । HTML, CSS , Javascrip , PHP ইত্যাদি ভাষার দক্ষতা প্রয়োজন ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজ করতে হলে ।
  • বেতন : এই পদের বেতন প্রতি প্রকল্প অনুযায়ী ১০,০০০ – ১,০০,০০০ টাকা ।
  • সময় সীমা : এই পদের সময়সীমা প্রকল্পের জটিলতার উপর ভিত্তি করে ১০-৩০ দিন ।

৭. ব্লগিং বা ইউটিভিং :

  • বিবরণ : ব্লগিং বা ইউটিউবিং পদের কাজটি হল নিজস্ব ব্লগ বা youtube চ্যানেল চালানো । নিজের আগ্রহ এবং দক্ষতা অনুযায়ী সেটির বিষয় নির্বাচন করা।
  • বেতন : এই পদের বেতন হল বিজ্ঞাপন , স্পনসরশিপের মাধ্যমে ৫ হাজার থেকে লক্ষাধিক টাকা হতে পারে।
  • সময়সীমা : নিজের সময় সীমা অনুযায়ী নিয়মিত কনটেন্ট আপলোড করতে হবে।

৮ . অনলাইন ব্যবসা (E-commerce):

  • বিবরণ : অনলাইন ব্যবসার কাজটি হল নিজস্ব পণ্য অনলাইনে বিক্রি করা। ই-কমার্স প্ল্যাটফর্ম যেমন shopify Etsy ব্যবহার করা।
  • বেতন : এই পদের বেতন বিক্রির ওপর ভিত্তি করে মাসে ৫,০০০ থেকে লক্ষাধিক টাকা আয় করা সম্ভব।
  • সময়সীমা : নিজস্ব সময়ে অনুযায়ী প্রাথমিকভাবে সময় ব্যয় বেশিও হতে পারে আবার কমও হতে পারে।

৯. অনলাইন বিপণন (ডিজিটাল মার্কেটিং) :

বিবরণ : এই পদের কাজটি হল SEO, PPC, কনটেন্ট মার্কেটিং ইত্যাদি। ওয়েবসাইটের ভিজিটর বৃদ্ধি ও বিক্রি বাড়ানোর লক্ষ্য হিসেবে কাজ করা।

  • বেতন : এই পদের মাসিক বেতন ১৫,০০০-৭০,০০০ টাকা।
    সময় সীমা : এই পদে কাজ করার জন্য সপ্তাহে ১০ থেকে ২০ ঘন্টা লাগতে পারে ।

১০. ভিডিও এডিটিং :

  • বিবরণ : এই পদের কাজগুলি হল ভিডিওর কাটিং, ফিল্টার ,ট্রানজিশন যুক্ত করা এবং সম্পূর্ণ ভিডিও তৈরি করা।
    বেতন : এম পদের বেতন প্রতি প্রকল্প অনুযায়ী ৫,০০০-২৫,০০০ টাকা।
    সময় সীমা : এই পদের সময়সীমা প্রকল্পের জটিলতার ওপর নির্ভর করে, ৫-১৫ দিন।
  • এ সকল কাজগুলি মেয়েরা ঘরে বসেই করতে পারবে তাদের দক্ষতা এবং আগ্রহ অনুযায়ী উপযুক্ত কাজ নির্বাচন করে আয় করতে পারেন। সঠিক পরিকল্পনা এবং সময় ব্যবস্থাপনা করলে সফলতা অবশ্যই অর্জন হবে ।

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

                                                                                                      

Leave a Comment

Exit mobile version