Job Training for WB Govt Jobs : বিনামূল্যে সরকারি চাকরির প্রশিক্ষণ দেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। কারা আবেদন করতে পারবেন? ন্যূনতম যোগ্যতা কি কি থাকতে হবে ? কিভাবে আবেদন করবেন , বিস্তারিত দেখে নেওয়া যাক।
সূচিপত্র
কোন কোন সরকারি চাকরির প্রশিক্ষণ পাওয়া যাবে?
পশ্চিমবঙ্গ সরকার অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরে এর সহযোগিতায় যোগ্যশ্রী প্রকল্পে গ্রুপ বি, গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষার প্রস্তুতি দেওয়া হবে।
নূন্যতম যোগ্যতা:
- জাতিগত শংসাপত্র থাকতে হবে অর্থাৎ এস সি, এস টি (SC/ST) সার্টিফিকেট থাকতে হবে।
- পরিবারের বার্ষিক আয় তিন লক্ষ টাকার বেশি হলে চলবে না।
- বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
- গ্রুপ বি পদের জন্য গ্র্যাজুয়েট পাস হতে হবে।
- গ্রুপ সি পদের জন্য মাধ্যমিক পাস ও সমতুল্য হতে হবে।
- গ্রুপ ডি পদের জন্য অষ্টম শ্রেণীর পাশ হলে চলবে।
রাজ্যের খাদ্য দপ্তরে চাকরির সুযোগ আবেদন করুন
কারা আবেদন করতে পারবেন?
তপশিলি জাতি ও আদিবাসী (SC/ST) সম্প্রদায়ের যুবক যুবতীরা আবেদন করতে পারবেন।
জেলাভিত্তিক প্রশিক্ষণ কেন্দ্র:
প্রশিক্ষণ নেওয়ার জন্য পশ্চিমবঙ্গের ২৩ টি জেলাতেই প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। যেমন উত্তর চব্বিশ পরগনার বারাসাত, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর, বাঁকুড়া জেলার বাঁকুড়া টাউন, হাওড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান জেলার আসানসোল, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, আলিপুরদুয়ার, বীরভূমের সিউড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ, দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, মালদা, নদীয়ার কৃষ্ণনগর, মুর্শিদাবাদ জেলার বহরমপুর, কলকাতা ও হুগলি জেলার চুঁচুড়া তে এ প্রশিক্ষণ দেওয়া হবে। প্রত্যেকটি জেলায় নির্দিষ্ট ঠিকানা ও ফোন নম্বর দেওয়া রয়েছে।
আবেদন করবেন কিভাবে?
আবেদন করার জন্য অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের নিজস্ব ওয়েবসাইট এ আসতে হবে। www.anagrasarkalyan.gov.in website Link: Click here
হেড অফিসের ঠিকানা:
বেলিয়াঘাটা, কলকাতা, পিন: 700105,
ওয়েবসাইট: www.ncsm.co.in
যোগাযোগের নম্বর:
বিনামূল্যে সরকারি প্রশিক্ষণ নেওয়ার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন এই ফোন নম্বর গুলিতে। নিচে দিয়ে দেওয়া হলো।
8240008987, 9903740075,8972758235
আবেদনের শেষ তারিখ:
বিনামূল্যে অনলাইন আবেদন করার শেষ তারিখ 31.12.2024