JIPMER Assistant Professor Recruitment 2024: জওহর ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন এন্ড রিসার্চ (JIPMER) পুদুচেরী, 80 টি শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও প্রফেসর নিয়োগ হতে চলেছে। কিভাবে আবেদন করবেন বিস্তারিত দেখে নিন।
ইন্ডিয়ান পেমেন্ট ব্যাংকে চাকরি শূণ্যপদ পশ্চিমবঙ্গেও আবেদন করুন
ইন্ডিয়ান পেমেন্ট ব্যাংকে এক্সিকিউটিভ পদে নিয়োগ শুন্য পদ পশ্চিমবঙ্গেও আবেদন করুনপদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও প্রফেসর (Assistant Professor & Professor)
শূন্যপদ: 80 টি।
শিক্ষাগত যোগ্যতা:
- সহকারি অধ্যাপক ও অধ্যাপক নিয়োগের জন্য ইউজিসির নির্দিষ্ট নিয়মে নিযুক্ত হবে।
- মেডিকেলে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে। সেই সঙ্গে MD/MS/DM/PhD/DNB/M.sc থাকতে হবে।
- কমপ্লিট যোগ্যতা দেখতে গেলে অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশনটি ভালো করে পড়ুন।
বয়স সীমা:
প্রফেসর নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা 58 বছরের বেশি হলে চলবেনা।
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা 50 বছরের বেশি হলে চলবে না।
সংরক্ষিত চাকরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের উর্ধ্বে সীমায় ছাড় পাবেন।
আবেদন ফি:
প্রফেসর ও এসিস্টেন্ট প্রফেসর নিয়োগের জন্য অনলাইনে আবেদন ফি জমা করতে হবে। অনলাইনে আবেদন ফি জমা করার জন্য ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করা যাবে।
UR/ EWS চাকরিপ্রার্থীদের জন্য 1500 টাকা আবেদন ফি জমা করতে হবে। প্রসেসিং ফি আলাদা।
ST/SC/ চাকরি প্রার্থীরা আবেদন করার জন্য 1200 টাকা ফি জমা করতে হবে। প্রসেসিং পি আলাদা।
PWBD চাকরিপ্রার্থীদের জন্য কোন আবেদন কি জমা করতে হবে না।
গুরুত্বপূর্ণ তারিখ:
অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে 25.10.2024 থেকে।
অনলাইন পেমেন্টের শেষ তারিখ: 21.11.2024
অনলাইন আবেদনের শেষ তারিখ: 27.11.2024
শূন্য পদের বিবরণ:
পদের নাম | শূন্যপদ |
Professor | 28 |
Assistant Professor | 52 |
গুরুত্বপূর্ণ লিংক:
Assistant Professor Recruitment pdf
official website: Click here
চাকরিপ্রার্থীর কাছে অনুরোধ আপনারা আবেদন করার আগে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে সমস্ত তথ্য যাচাই করে নিশ্চিত হয়ে তবেই আবেদন করবেন।