ITBP Vacancy Recruitment 2024:ইন্দো-তিব্বত বর্ডারে পুলিশ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি!

ITBP Vacancy Recruitment 2024 : ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । আগ্রহী প্রার্থীরা কিভাবে আবেদন করবেন তা দেখে নিন :

কোনরকম পরীক্ষা ছাড়াই মেট্রোরেলে চাকরি আবেদন করুন

১. পদের নাম :

সাব ইন্সপেক্টর টেলিকমিউনিকেশন পদ, কনস্টেবল কমিউনিকেশন পদ ।

২. মোট শূন্য পদ : ৫২০ টি শূন্যপদ রয়েছে ।

  • সাব ইন্সপেক্টর টেলিকমিউনিকেশন পদ – ৯২ টি ।
  • কনস্টেবল কমিউনিকেশন পদ : ৫১ টি ।

এই ৫২৬টি পদের মধ্যে পুরুষ প্রার্থীদের নিয়োগ করা হবে ৪৪৭ টি পদে এবং মহিলাদের নিয়োগ করা হবে ৭৯ টি পদে।

৩. শিক্ষাগত যোগ্যতা :

সাব ইন্সপেক্টর পদের জন্য আগ্রহী প্রার্থীদের অবশ্যই বিএসসি, বিটেক অথবা বিসিএ ডিগ্রি উত্তীর্ণ হতে হবে।
হেড কনস্টেবল পদের জন্য প্রার্থীকে অবশ্যই দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হতে হবে এর সঙ্গে সঙ্গে পিসিএম, আইটিআই ডিপ্লোমা এবং ইঞ্জিনিয়ারিং পাশ করে থাকতে হবে।
কনস্টেবল পদের জন্য প্রার্থীকে দশম শ্রেণী উত্তীর্ণ হলেই চলবে।

৪. বয়স সীমা :

  • সাব ইন্সপেক্টর পদ : এই পদে নিয়োগের জন্য প্রার্থীদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে থাকতে হবে।
  • হেড কনস্টেবল পদ : এই পদে নিয়োগের জন্য প্রার্থীদের ১৮ থেকে ২৫ বছরের মধ্যে বয়স হতে হবে।
  • কনস্টেবল পদ: এই পদে নিয়োগের জন্য প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে।

সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়স সীমার ক্ষেত্রে অনেকটাই ছাড় পাওয়া যাবে।

৫. আবেদনের সময়সীমা :

15 ই নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে ।

৬. বেতন :

এই সমস্ত পদগুলির বেতন সবিস্তারে নিম্নে আলোচনা করা হলো –

  • সাব ইন্সপেক্টর : মাসিক বেতন ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা ।
  • হেড কনস্টেবল : মাসিক বেতন ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা ।
  • কনস্টেবল পদ : ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা ।

৭. নির্বাচন প্রক্রিয়া :

ইন্দো তিব্বত বর্ডার পুলিশে চাকরির জন্য চারটি ধাপে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে। প্রতিটি ধাপে প্রার্থীকে পাশ করে থাকতে হবে এর মধ্যে রয়েছে পিইটি এবং পিএইচডি পরীক্ষা আর হবে লিখিত পরীক্ষা। এরপরে প্রার্থীদের নথিপত্র যাচাই করে মেডিকেল টেস্ট হবে ।

এই বিষয়ে আরো কিছু জানতে ITBP এর অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখুন।

গুরুত্বপূর্ণ লিংক:

For online application: Click here

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

                                                                                                      

Leave a Comment

Exit mobile version