ইন্দো তিব্বতিয়ান বর্ডারে (ITBP Constable Recruitment) 545 পদে কনস্টেবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কিভাবে আবেদন করবেন দেখে নিন?
ইন্দো তিব্বতিয়ান বর্ডারে (ITBP Constable Recruitment) 545 পদে কনস্টেবল নিয়োগের জন্য যে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। সেই শূন্য পদে আবেদনের জন্য নিম্নলিখিত শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করা যাবে। নোটিফিকেশন, অনলাইন আবেদন, শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, সমস্ত ডিটেলস দেখে নেওয়া যাক।
পদের নাম: ITBP Constable
মোট শূন্যপদ: 545 টি।
আবেদন ফি:
কনস্টেবল পদে আবেদনের জন্য বিভিন্ন ক্যাটাগরি চাকরিপ্রার্থীদের বিভিন্ন ফি জমা দিতে হবে।
UR/OBC/EWS চাকরিপ্রার্থীদের ১০০ টাকা ফি জমা করতে হবে।
SC/ST/ESM চাকরি প্রার্থীদের আবেদনের জন্য কোন ফি জমা করতে হবে না।
আবেদন ফি জমা করবেন সম্পূর্ণ অনলাইনে । ক্রেডিট কার্ড ,ডেবিট কার্ড ,ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে।
শিক্ষাগত যোগ্যতা:
চাকরিপ্রার্থীদের অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে। সেইসঙ্গে HMV ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ:
কনস্টেবল পদে নিয়োগের জন্য অনলাইন আবেদন শুরু হচ্ছে 08.10.24 থেকে।
অনলাইন আবেদনের শেষ তারিখ 06.11.24
শূন্যপদের বিবরণ:
কনস্টেবল (ড্রাইভার) পদের শূন্যপদ 545 টি।
গুরুত্বপূর্ণ লিংক:
ITBP Constable Recruitment short Notification
আগ্রহী চাকরিপ্রার্থীদের কাছে অনুরোধ আপনারা অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে সমস্ত তথ্য যাচাই করে নিশ্চিত হয়ে তবেই আবেদন করবেন।