IOCL Non-Executive Recruitment 2024 online: ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে নিয়োগ

Indian oil corporation Limit (IOCL) ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে নন এক্সিকিউটিভ এর বিভিন্ন শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট, জুনিয়ার কোয়ালিটি কন্ট্রোল এনালিস্ট, ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট এবং অন্যান্য পদে নিয়োগ হবে। সমস্ত ভারতীয়দের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা নিম্নলিখিত যোগ্যতা অনলাইন আবেদন (online application for Non Excecutive iocl)ও সম্পূর্ণ নোটিফিকেশন ভালো করে দেখে নিন।

বিজ্ঞপ্তি তারিখ: 16.07.2024

নিয়োগ সংস্থা: ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (Indian oil corporation Limited)

পদের নাম : lOCL Non Excecutive

মোট শূন্যপদ: 467 টি।

গুরুত্বপূর্ণ তারিখ সমূহ:

অনলাইন আবেদন শুরু হবে 22.07.24 সকাল দশটা থেকে।

অনলাইন আবেদনের শেষ তারিখ 21.08.24

এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন 10.09.24

কম্পিউটার বেসড পরীক্ষার সম্ভাব্য মাস সেপ্টেম্বর ২০২৪।

কম্পিউটার বেসড পরীক্ষার সম্ভাব্য রেজাল্ট অক্টোবর মাসির তৃতীয় সপ্তাহে ২০২৪ সালে।

বয়সসীমা: (31.07. 2024 থেকে)

নূন্যতম বয়স সীমা 18 বছর হতে হবে।

সর্বোচ্চ বয়স সীমা ২৬ এর মধ্যে হতে হবে।

সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা যথাক্রমে সরকারি নিয়মে বয়সের ছাড় পাবেন।

আবেদন ফি: জেনারেল ওবিসি ই এস ডাব্লু চাকরিপ্রার্থীদের অনলাইন আবেদনের জন্য ৩০০ টাকা পেমেন্ট করতে হবে। এসসিএসটি ও অন্যান্য সংরক্ষিত চাকরিপ্রার্থীদের জন্য কোন আবেদন ফি লাগবে না।

শিক্ষাগত যোগ্যতা: চাকরিপ্রার্থীদের অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে সেই সঙ্গে ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা ও আইটিআই যোগ্যতা থাকতে হবে বিভিন্ন পদের জন্য বিস্তারিত যোগ্যতা পেতে নিচে দেওয়া লিংকে অবশ্যই ক্লিক করে দেখে নিন।

CBT Exam Pattern: সম্পূর্ণ কম্পিউটার বেস্ট অনলাইন পরীক্ষা হবে যার সময় থাকবে 120 মিনিট।

সিলেবাস:

বিষয় ভিত্তিক জ্ঞান : 75 নম্বর।
নিউ মেরিক্যাল অ্যাবিলিটি: 15 নম্বর ।
জেনারেল এওয়ারনেস : 10 নম্বর।

শূন্যপদের বিবরণ:

জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট: 379 টি।

জুনিয়ার কোয়ালিটি কন্ট্রোল এনালিস্ট: 21 টি।

ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট: 38 টি।

টেকনিক্যাল এটেনডেন্ট: 29 টি।

Important link:

Official website: Click Here

Notification: Click Here

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

Leave a Comment