IOCL : হলদিয়া রিফাইনারীতে ইন্টারভিউ এর মাধ্যমে চাকরি!

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে( IOCL) অন্তর্গত হলদিয়া রিফাইনারি হাসপাতালে (Haldia Refinery Hospital) কেবলমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে সাইকোলজি কাউন্সিলর ও এক্সরে টেকনিশিয়ান পদে নিয়োগ করা হবে।

পদের নাম: সাইকোলজি কাউন্সিলর ও এক্সরে টেকনিশিয়ান।

নিয়োগকারী সংস্থা: Indian oil corporation Limited (IOCL)

এক বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। পরবর্তীতে চাকরির সময়কাল বাড়ানো অথবা কমানো হতে পারে।

শূন্যপদের বিবরণ:

  1. সাইকোলজি কাউন্সিলর: যেকোনো শাখায় গ্রাজুয়েশন থাকতে হবে। সঙ্গে ডিপ্লোমা থাকতে হবে সাইকো এনালেসিস/ ক্লিনিকাল সাইকোলজি/ মেডিকেল কাউন্সেলিং।
    শূন্য পদের সংখ্যা একটি।

এই চাকরির জন্য মিনিমাম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
সপ্তাহে দুদিন ডিউটি করতে হবে। প্রতিদিন চার ঘণ্টা করে ডিউটি করতে হবে।

  1. এক্সরে টেকনিশিয়ান:

রেডিওগ্রাফিতে ডিপ্লোমা থাকতে হবে।
চাকরিতে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
একটি পদে নিয়োগ হবে।

প্রতি সপ্তাহে ছয় দিন ডিউটি করতে হবে। প্রতিদিন ৮ ঘন্টা করে ডিউটি করতে হবে। সকালে, দুপুরে, রাত্রে তিনটি সিফটে ডিউটি করতে হবে।

ইন্টারভিউর তারিখ : 06.08.24

ইন্টারভিউর সময়: 9.30 am to 3.30 pm

ইন্টারভিউ স্থান: ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড।
হলদিয়া রিফাইনারি হাসপাতাল

পোস্ট অফিস: হলদিয়া

জেলা : পূর্ব মেদিনীপুর

পশ্চিমবঙ্গ , pin: 721607

আগ্রহী চাকরিপ্রার্থীরা সরাসরি ইন্টারভিউয়ের দিন উপরে উল্লেখিত ঠিকানায় সঠিক সময়ে সঠিক দিনে আপনাদের যাবতীয় শিক্ষাগত যোগ্যতার চার কপি জেরক্স নিয়ে উপস্থিত হবেন সঙ্গে পাসপোর্ট সাইজ ছবিও নিয়ে যাবেন।

যদি কোন জিজ্ঞাসা থাকে তাহলে নিচে দেওয়া নম্বরে ফোন করতে পারেন।

03224- 223262/ 03224- 223279/ 03224- 224304

Official websiteClick here
Latest notificationClick here
Indian oil corporation Limited recruitment 2024

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

Leave a Comment