Indian Oil Recruitment 2024: ইন্ডিয়ান অয়েলে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি!

Indian Oil Recruitment 2024: ইন্ডিয়ান অয়েল এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা কিভাবে আবেদন করবেন তা দেখে নিন।

স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় চাকরির সুযোগ আবেদন করুন

১. পদের নাম :

মেকানিক্যাল ,ইলেকট্রিক্যাল ,সিভিল ইঞ্জিনিয়ারিং ,আর্টস, সায়েন্স কমার্স ফিল্ডে ইঞ্জিনিয়ারিং এবং গ্রাজুয়েট নিয়োগ করা হবে ।

২. মোট শূন্যপদ : ২৪০ টি ।

৩. শিক্ষাগত যোগ্যতা :

আগ্রহী প্রার্থীদের অবশ্যই ইঞ্জিনিয়ারিং পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা এবং নন ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট পদের ক্ষেত্রে ইউজিসি স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে আর্টস, সায়েন্সে , কমার্স ডিগ্রী থাকতে হবে ।

৪. ট্রেনিং এর সময়সীমা :

আগ্রহী প্রার্থীদের অবশ্যই এক বছরের ট্রেনিং নিতে হবে ।
৫. বেতন :

এই পদে চাকরির মাসিক বেতন ইঞ্জিনিয়ারিং পদের ক্ষেত্রে ১০,৫০০ টাকা এবং গ্রাজুয়েট পদের ক্ষেত্রে ১১,৫০০ টাকা ।

৬. আবেদন পদ্ধতি :

https://nats.education.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ ফর্মে ফিলআপ করে অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে।

৭. আবেদনের শেষ তারিখ :

আগ্রহী প্রার্থীদের ২৯ শে নভেম্বরের মধ্যেই আবেদন প্রক্রিয়া পূরণ করে ফেলতে হবে ।

৬ ডিসেম্বর শর্টলিস্ট প্রার্থীদের নাম http://www.boatsrp.com এই ওয়েবসাইটে গিয়ে দেখা যাবে ।

৮. নির্বাচন পদ্ধতি :

আগ্রহী প্রার্থীদের একাডেমিক রেজাল্ট এর ওপর ভিত্তি করে যোগ্যপ্রার্থীদের নির্বাচন করা হবে ।

গুরুত্বপূর্ণ লিংক:

Application Online website: click here

For shortlist candidates name: click here

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

                                                                                                      

1 thought on “Indian Oil Recruitment 2024: ইন্ডিয়ান অয়েলে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি!”

Leave a Comment

Exit mobile version