ভারতীয় নেভিতে (Indian Navy Recruitment 2024) এস এস এস মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদে চাকরির বিজ্ঞপ্তি জারি হয়েছে। যারা ভারতীয় নেভিতে চাকরি করতে চান দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছেন তাদের জন্য ভালো খবর!
ইন্ডিয়ান নেভিতে (Indian Navy Recruitment 2024) মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিয়োগের জন্য যে নোটিফিকেশন জারি হয়েছে, তাতে শিক্ষাগত যোগ্যতা, ফি ,অনলাইন আবেদন, সিলেবাস ও নিয়োগ পদ্ধতি সেইসঙ্গে নোটিফিকেশন ভালো করে দেখে নেওয়া যাক; আগ্রহী চাকরিপ্রার্থীরা নিম্নলিখিত যোগ্যতা অনুযায়ী এই পদগুলিতে আবেদন করতে পারবেন!
আরো পড়ুন, বর্তমানে এই ১০ টি চাকরি কোর্স করতে পারলে চাকরি আপনার হাতের মুঠোয়
পদের নাম: Indian Navy SSS Medical Assistant
শূন্যপদ: এখনো ঘোষণা হয়নি!
আবেদন ফি:
ভারতীয় নেভিতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য ৬০ টাকা ফি জমা করতে হবে। সেই সঙ্গে জি এস টি ও দিতে হবে।
বয়সসীমা:
ভারতীয় নেভিতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিয়োগের জন্য বয়স হতে হবে। 01.11.2003 থেকে 30.04.2007 এই বছরের মধ্যে জন্মাতে হবে।
যোগ্যতা:
- কেবলমাত্র অবিবাহিত পুরুষরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
- শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। সেইসঙ্গে সায়েন্স স্ট্রিম থাকতে হবে। ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকতে হবে।
বেতন:
চাকরিতে নিযুক্ত হওয়ার পর ট্রেনিং চলাকালীন 14600 টাকা স্টাইপেন্ড পাবেন।
মূল বেতন হবে 21700 থেকে 69100 টাকা। এছাড়া ডিএ প্রমোশন সবই থাকবে।
শারীরিক মাপজোক:
ইন্ডিয়ান নেভিতে চাকরি করতে গেলে শারীরিক মাপজোক একটি গুরুত্বপূর্ণ বিষয়।
নূন্যতম উচ্চতা হতে হবে 157 সেমি।
বুক ফোলাতে হবে অন্তত 5 সেমি।
শারীরিক ফিটনেস টেস্ট:
পুরুষ চাকরিপ্রার্থীদের 6 মিনিট 30 সেকেন্ডে 1.6 কিমি দৌড়াতে হবে।
Squats: (ওঠাবসা) 20 বার।
পুশ আপ 15 বার।
হাঁটু ভাঁজ করে সি টাপ 15 বার।
গুরুত্বপূর্ণ তারিখ:
অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে 07.09.2024 থেকে।
অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ হবে 17.09.2024
গুরুত্বপূর্ণ লিংক:
Indian Navy Recruitment notification
SSS Medical Assistant online application
চাকরিপ্রার্থীদের কাছে অনুরোধ ইন্ডিয়ান নেভিতে চাকরির জন্য, মেডিকেল অফিসার পদে আবেদনের জন্য, ইন্ডিয়ান নেভির অফিসিয়াল ওয়েবসাইটে যাবতীয় তথ্য ভালো করে জেনে,তথ্য যাচাই করে তবেই আবেদন করবেন।
1 thought on “ভারতীয় নেভিতে (Indian Navy Recruitment 2024) মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদে চাকরির সুযোগ!”