ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতাতে ( Indian museum kolkata Recruitment) একাধিক পদে চাকরির সুযোগ!

কলকাতা মিউজিয়ামে (Indian museum kolkata Recruitment) বিভিন্ন শূন্য পদে চাকরির জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কারা আবেদন করতে পারবেন দেখে নিন!

ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতা (Indian museum kolkata Recruitment) বিভিন্ন পদে নিয়োগের জন্য অনলাইন আবেদন আহ্বান করা হচ্ছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা নিম্নলিখিত যোগ্যতা অনুযায়ী এই পদগুলিতে আবেদন করতে পারবেন। শূন্যপদে আবেদন পদ্ধতি, ফি, নোটিফিকেশন , বিস্তারিত দেখে নেওয়া যাক!

শূন্য পদের বিবরণ:

পদের নাম শূন্যপদবেতন (Level-5) ক্যাটেগরি
Hindi Translator0129200 – 92300UR
assistant Librerian0129200 – 92300UR
Modeller0129200 – 92300OBC
Guide Lecturer0129200 – 92300OBC

গুরুত্বপূর্ণ তারিখ:

উপরে উল্লেখিত পদ গুলির জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে।

অনলাইন আবেদনের শেষ তারিখ 14.10.2024

পদ ও যোগ্যতা:

i) Hindi Translator : 1 টি পদ।

বয়স সীমা :

সর্বোচ্চ বয়সের ঊর্ধ্বসীমা হল ২৮ বছর।
তবে সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা:

  1. হিন্দিতে কোন বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন পাস করে থাকতে হবে
  2. যে কোন নামী সংস্থায় পাঁচ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
  3. বাংলায় জ্ঞান থাকতে হবে।
  4. কম্পিউটারে প্রতি মিনিটে ৩০ টি হিন্দি শব্দ টাইপ করতে হবে।

ii) Assistant Librerian: 1 টি পদ।

বয়স সীমা:

সর্বোচ্চ বয়সের ঊর্ধ্বসীমা হল ২৮ বছর।
তবে সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা:

  1. প্রাচীন ভারতীয় ইতিহাস, আর্কিওলজি অ্যান্থোপোলজি যেকোনো একটি বিষয়ে কোনো বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রী করে থাকতে হবে।
  2. লাইব্রেরী সাইন্স ডিপ্লোমা থাকতে হবে।
  3. লাইব্রেরী সায়েন্সে কাজে এক বছরে অভিজ্ঞতা থাকতে হবে।

iii) Modeller : 1 টি পদ।

বয়স সীমা:

সর্বোচ্চ বয়সের ঊর্ধ্বসীমা হল ২৮ বছর।
তবে সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা:

  1. মাধ্যমিক ও সমতুল্য পরীক্ষায় পাস করে থাকতে হবে।
  2. আর্ট কলেজ থেকে ডিপ্লোমা বা ডিগ্রী কোর্স করে থাকতে হবে।
  3. মডেলিংয়ে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  4. মিউজিয়ামের কাজে অভিজ্ঞতা থাকতে হবে।

iv. Guide Lecturer (Zoology): 1 শূন্যপদ।

বয়স সীমা:

সর্বোচ্চ বয়সের ঊর্ধ্বসীমা হল ২৮ বছর।
তবে সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা:

  1. জুলজিতে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অথবা অনার্স ডিগ্রী করে থাকতে হবে।
  2. জিওলজি নিয়ে হিন্দি বাংলা ও ইংলিশে কথা বলার অভিজ্ঞতা থাকতে হবে।
  3. মিউজিলজিতে ডিপ্লোমা থাকতে হবে।
  4. জুলজি তে রিসার্চ পাবলিকেশন থাকতে হবে।

কিভাবে আবেদন করবেন?

আবেদন করার জন্য অনলাইনে www.indianmuseumkolkata.org এই ওয়েবসাইটে লগইন করতে হবে।

Indian Museum kolkata Recruitment notification

Official website

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

Leave a Comment