Indian Army Recruitment 2024: ভারতীয় সেনাবাহিনীতে কর্মী নিয়োগ,বেতন 2 লাখ।

কোনরকম লিখিত পরীক্ষার মাধ্যম ছাড়াই ভারতীয় সেনাবাহিনীতে (Indian Army Recruitment 2024) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা কিভাবে আবেদন করবেন তা দেখে নিন –

ইন্দো-তিব্বত বর্ডারে পুলিশ ফোর্স নিয়োগ আবেদন করুন

১. পদের নাম : জজ এডভোকেট জেনারেল পদ , শর্ট সার্ভিস কমিশন পদ ।

মোট আটটি পদে কর্মীদের নিয়োগ দেয়া হবে ।

২. শিক্ষাগত যোগ্যতা :

  • আবেদনকারীদের একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে হবে এলএলবি ( স্নাতক ডিগ্রির পর তিন বছরে কোর্স অথবা ১০+২ এরপরে পাঁচ বছরে কোর্স থাকতে হবে) । কমপক্ষে আবেদনকারীদের ৫৫% নাম্বার পেতে হবে।
  • প্রার্থীদের কলেজ/ বিশ্ববিদ্যালয় এর ডিগ্রী অবশ্যই থাকতে হবে বার কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা যেটা স্বীকৃত হবে।
  • প্রার্থীদের কাছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া অথবা সংশ্লিষ্ট রাজ্য বরাবর কাউন্সিল থেকে অ্যাডভোকেট হিসাবে নিবন্ধনের যোগ্য হতে হবে অবশ্যই।
  • CLAT PG 2024 এই পদে আবেদনের জন্য স্কোর বাধ্যতামূলক হবে আবেদনকারীদের।

৪. বয়স সীমা :

আবেদনকারীর সর্বনিম্ন বয়স ২১ বছর ও সর্বোচ্চ বয়স ২৭ বছর হতে হবে ( আবেদনের শেষ তারিখ অনুযায়ী) ।

৫. আবেদনের সময়সীমা :

এই পদে আগ্রহী প্রার্থীরা ২৪ শে নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে।

৬. বেতন :

ভারতীয় সেনাবাহিনীতে নির্বাচিত প্রার্থীরা অফিসারস ট্রেনিং একাডেমি অর্থাৎ OTA চেন্নাই ৪৯ সপ্তাহের প্রশিক্ষণ অবশ্যই নিতে হবে। এই প্রশিক্ষণের সময় তাদের মাসিক বেতন হবে – ৫৬,১০০ টাকা ।
প্রশিক্ষণের পরে প্রার্থীরা একটি উচ্চ বেতন পাবে যে বেতন টি ২ লাখ এর বেশিও হতে পারে ।

৭. নির্বাচন প্রক্রিয়া :

আবেদনকারীদের শারীরিক পরীক্ষা, ইন্টারভিউ এবং মেডিক্যাল পরীক্ষার ভিত্তিতে তাদের সেনাবাহিনী পদে নিয়োগ করা হবে।

যে সমস্ত প্রার্থীরা ভারতীয় সেনাবাহিনীতে আইনসেবা করতে চান এবং নিজেকে আরও ভালো একটি পেশাদার হিসেবে সকলের কাছে প্রতিষ্ঠিত করতে চান তাদের জন্য একটি দুর্দান্ত সুযোগ থাকবে।

গুরুত্বপূর্ণ লিংক:

Online application: Click here

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

                                                                                                      

Leave a Comment

Exit mobile version