IND vs SL 1st T20: ভারতীয় ক্রিকেট দল (Indian cricket) সম্প্রতি বিশ্বকাপ টি-টোয়েন্টি ক্রিকেট এ জয়লাভ করেছে। তাছাড়া কিছুদিন আগে জিম্বাবুয়েকে 4-1 ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারিয়েছে। এরপর শ্রীলংকার পালা! আগামী কাল ভারত বনাম শ্রীলংকার (india vs srilanka) মধ্যে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ম্যাচগুলি কোথায় দেখা যাবে ও সম্ভাব্য দল বা কি থাকবে?
সম্প্রতি ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid) সরিয়ে কে কে আরের মেন্টর গৌতম গম্ভীর Goutam Ghambir কে হেড কোচ করেছে বিসিসিআই (BCCI) । সেইসঙ্গে টি-টোয়েন্টির অধিনায়ক হয়েছেন বিশ্বকাপে অনবদ্য ক্যাচ ধরে বিশ্বকাপ জেতানোর পুরস্কার স্বরূপ সূর্য কুমার যাদবকে (Suriya kumara Yadav) । শ্রীলংকার বিরুদ্ধে ভারতের (ind vs SL) টি-টোয়েন্টি (T20 Series) দলে অধিনায়ক করা হয়েছে সূর্য কুমার যাদব।
শ্রীলংকার বিরুদ্ধে এই সিরিজে ভারত মোট তিনটি টি টোয়েন্টি এবং তিনটি ওয়ান ডে ম্যাচ খেলবে। আগামীকাল শ্রীলঙ্কা ও ভারতের (ind vs SL)মধ্যে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। ভারতের অধিনায়ক সূর্য কুমার যাদব এবং শ্রীলংকার অধিনায়ক চরিথ আসলংকা। দুই দেশে দুই নতুন টি-টোয়েন্টি অধিনায়ক ঘোষণা করা হয়েছে।
ভারত বনাম শ্রীলংকার (ind vs srilanka t20) মধ্যে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারত তিন জন স্পিনার খেলাতে পারেন। এদের মধ্যে অক্ষর প্যাটেল ওয়াশিংটন সুন্দর ও রবি বিষ্ণোই। ওপেনার হিসেবে জসশ্রী জয়সওয়াল ও শুভমন গিলকে দেখা যেতে পারে। অন্যদিকে শ্রীলংকারও বিধ্বংসী ব্যাটিং লাইন আপ আছে। নিসানকা , কুশল মেন্ডিস,আসালঙ্কা, আবিষ্কা ফার্নান্ডো, বোলিং এর দায়িত্ব থাকবে হাসারাঙ্গা ও পাতিরানা।
ভারতের সম্ভাব্য একাদশ: (Indian probable 11)
সূর্য কুমার যাদব ( অধিনায়ক) যশশ্রী জয়সওয়াল, শুভমন গিল, রিংকু সিং, আর্শ দীপ সিং, রবি বিষ্ণোই, মোহাম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া , ওয়াশিংটন সুন্দর, অক্ষর পেটেল, রিয়ান পরাগ।
শ্রীলংকার সম্ভাব্য একাদশ: (Srilanka Probable 11)
প্রথুম নিশাঙ্ক, কুশল মেন্ডিস, আবিষ্কা ফার্নান্ডো, মহেশ পাতিরানা, মাহেশ ডিকসিনা, দুনীথ ওয়ালাগে, বিনুরা ফার্নান্ডো, হাঁসারাঙ্গা, দাসুন সনকা, দীনেশ চান্দিমাল।
ম্যাচ কখন কোথায় অনুষ্ঠিত হবে?
সময়: সন্ধ্যা 7 টায় শুরু হবে।
1st T20 27 July 2024 শনিবার
2nd T20 28 July 2024 রবিবার
3rd T20 30 July 2024 মঙ্গলবার
ভেন্যু: পাল্লেকেলে ইন্টারন্যাশনাল স্টেডিয়াম।
দর্শক আসন: 35000 জন।
কোন চ্যানেলে খেলা দেখা যাবে?
লাইভ খেলা দেখা যাবে ভারতীয় টেলিভিশন Sony sports Ten 1, Sony sports Ten 1 HD, Sony sports Ten 5 & HD , Sony Sports Ten 3 Hindi & HD, তাছাড়া Sony Liv App.