IND vs SL 1st T20: কখন কোথায় খেলা দেখা যাবে?

IND vs SL 1st T20: ভারতীয় ক্রিকেট দল (Indian cricket) সম্প্রতি বিশ্বকাপ টি-টোয়েন্টি ক্রিকেট এ জয়লাভ করেছে। তাছাড়া কিছুদিন আগে জিম্বাবুয়েকে 4-1 ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারিয়েছে। এরপর শ্রীলংকার পালা! আগামী কাল ভারত বনাম শ্রীলংকার (india vs srilanka) মধ্যে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ম্যাচগুলি কোথায় দেখা যাবে ও সম্ভাব্য দল বা কি থাকবে?

IND vs SL 1st T20: কখন কোথায় খেলা দেখা যাবে?

সম্প্রতি ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid) সরিয়ে কে কে আরের মেন্টর গৌতম গম্ভীর Goutam Ghambir কে হেড কোচ করেছে বিসিসিআই (BCCI) । সেইসঙ্গে টি-টোয়েন্টির অধিনায়ক হয়েছেন বিশ্বকাপে অনবদ্য ক্যাচ ধরে বিশ্বকাপ জেতানোর পুরস্কার স্বরূপ সূর্য কুমার যাদবকে (Suriya kumara Yadav) । শ্রীলংকার বিরুদ্ধে ভারতের (ind vs SL) টি-টোয়েন্টি (T20 Series) দলে অধিনায়ক করা হয়েছে সূর্য কুমার যাদব।

শ্রীলংকার বিরুদ্ধে এই সিরিজে ভারত মোট তিনটি টি টোয়েন্টি এবং তিনটি ওয়ান ডে ম্যাচ খেলবে। আগামীকাল শ্রীলঙ্কা ও ভারতের (ind vs SL)মধ্যে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। ভারতের অধিনায়ক সূর্য কুমার যাদব এবং শ্রীলংকার অধিনায়ক চরিথ আসলংকা। দুই দেশে দুই নতুন টি-টোয়েন্টি অধিনায়ক ঘোষণা করা হয়েছে।

ভারত বনাম শ্রীলংকার (ind vs srilanka t20) মধ্যে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারত তিন জন স্পিনার খেলাতে পারেন। এদের মধ্যে অক্ষর প্যাটেল ওয়াশিংটন সুন্দর ও রবি বিষ্ণোই। ওপেনার হিসেবে জসশ্রী জয়সওয়াল ও শুভমন গিলকে দেখা যেতে পারে। অন্যদিকে শ্রীলংকারও বিধ্বংসী ব্যাটিং লাইন আপ আছে। নিসানকা , কুশল মেন্ডিস,আসালঙ্কা, আবিষ্কা ফার্নান্ডো, বোলিং এর দায়িত্ব থাকবে হাসারাঙ্গা ও পাতিরানা।

ভারতের সম্ভাব্য একাদশ: (Indian probable 11)

সূর্য কুমার যাদব ( অধিনায়ক) যশশ্রী জয়সওয়াল, শুভমন গিল, রিংকু সিং, আর্শ দীপ সিং, রবি বিষ্ণোই, মোহাম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া , ওয়াশিংটন সুন্দর, অক্ষর পেটেল, রিয়ান পরাগ।

শ্রীলংকার সম্ভাব্য একাদশ: (Srilanka Probable 11)

প্রথুম নিশাঙ্ক, কুশল মেন্ডিস, আবিষ্কা ফার্নান্ডো, মহেশ পাতিরানা, মাহেশ ডিকসিনা, দুনীথ ওয়ালাগে, বিনুরা ফার্নান্ডো, হাঁসারাঙ্গা, দাসুন সনকা, দীনেশ চান্দিমাল।

ম্যাচ কখন কোথায় অনুষ্ঠিত হবে?

সময়: সন্ধ্যা 7 টায় শুরু হবে।

1st T20 27 July 2024 শনিবার

2nd T20 28 July 2024 রবিবার

3rd T20 30 July 2024 মঙ্গলবার

ভেন্যু: পাল্লেকেলে ইন্টারন্যাশনাল স্টেডিয়াম।

দর্শক আসন: 35000 জন।

কোন চ্যানেলে খেলা দেখা যাবে?

লাইভ খেলা দেখা যাবে ভারতীয় টেলিভিশন Sony sports Ten 1, Sony sports Ten 1 HD, Sony sports Ten 5 & HD , Sony Sports Ten 3 Hindi & HD, তাছাড়া Sony Liv App.

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

Leave a Comment