IND vs NZ 1st Test Match: ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে প্রথম টেস্টে সম্ভাব্য একাদশ কি থাকছে?

IND vs NZ 1st Test Match: ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে আজ প্রথম টেস্ট অনুষ্ঠিত হতে চলেছে বেঙ্গালুরু এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। শুরুতে টস হতে একটু সময় লাগছে কারণ সেখানে বৃষ্টি হচ্ছে। তবে দুইদলের সম্ভাব্য একাদশ কি হতে পারে তা নিয়ে রোহিত শর্মা ও টম ল্যাথাম কি বলেছেন দেখে নেওয়া যাক।

ভারত বনাম নিউজিল্যান্ড এর মধ্যে প্রথম টেস্ট ম্যাচ কোথায় দেখা যাবে

এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে তাই ম্যাচ এখনো শুরু হয়নি। তবে চেন্নাইয়ের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ড্রেনেজ ব্যবস্থা অত্যন্ত উন্নত। বৃষ্টি থামলে খুব অল্প সময়ের মধ্যে খেলা শুরু হয়ে যাবে। মাঠের একটা দিক বৃষ্টির জন্য প্রভাবিত হয়েছে। বিশেষ করে প্রথম দিন বৃষ্টির জন্য এই আদ্রতা থাকবে যার ফলে পেস বোলাররা বেশি সুবিধা পাবেন। পিচ সমস্ত ঢেকে রাখা হয়েছে। তবে পিচ দেখে যা মনে হচ্ছে কোন পক্ষই টসে জিতে রান চেজ করার ঝুঁকি নেবে না।

শেষ 12 টি টেস্টে নিউজিল্যান্ড একটিও জয়লাভ করতে পারেনি। ভারতের মাটিতে শেষবার নিউজিল্যান্ড ভারতের কাছে জিতেছিল ১৯৮৮ সালে মুম্বাইয়ের ওয়াঙখেড়ে স্টেডিয়ামে।

বিরাট কোহলির আর মাত্র ৫৩ রান দরকার টেস্টে ৯০০০ রান পূর্ণ করার জন্য। কিন্তু এ বছর শেষ ছয়টি ইনিংসে তিনি একটিও 50 রান করতে পারেননি। এখন দেখা যাক নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনি ফর্মে ফেরেন কিনা।

নিউজিল্যান্ডের ক্যাপ্টেন টম ল্যাথাম সম্ভাব্য একাদশ নিয়ে যা বলেছেন; বর্তমানে বিদেশের মাটিতে টেস্ট জেতা খুবই কঠিন কাজ বিশেষ করে ভারতের সঙ্গে। আমাদের খুব ভালো ক্রিকেট খেলতে হবে। ঘরের মাঠে ভারত অত্যন্ত শক্তিশালী দল। ইন্ডিয়ার স্পিনার আর অশ্বিন রবীন্দ্র যাদেজা অত্যন্ত দক্ষতা পূর্ণ বোলার। সেই সঙ্গে জাসপিত বুমরা ও মুহাম্মদ সিরাজ দুর্দান্ত ফর্মে রয়েছেন। তবে আমরা খুব ভালো ক্রিকেট খেলার চেষ্টা করবো। আমরা ভারতকে চ্যালেঞ্জ দেওয়ার চেষ্টা করব।

কেন উইলিয়ামসনের বদলে ইয়াংকে খেলানো যেতে পারে। অন্যদিকে যদি তিনটি পেসার খেলতে পারে।নিউজিল্যান্ড তাহলে মিচেল স্যান্টনারের জায়গায় ম্যাট হেনরিকে খেলাতে পারে।

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ:

টম ল্যাথাম, ডেভন কনওয়ে, উইল ইয়াং, রাচীন রবীন্দ্র, ডারেল মিচেল, টম ব্লান্ডেল, গ্নেন ফিলিপ্স, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, উইল ও রউরকে, আজাজ প্যাটেল।

ভারতের অধিনায়ক রোহিত শর্মা যা বলেছেন সম্ভাব্য একাদশ নিয়ে

ভারত ম্যাচের আগে দুদিন প্র্যাকটিস ভালোমতো করেছে। সরফরাজ খান আপাতত খেলছে না। শুভমন গিল খেলছে সেই জায়গায় । তিনজন পেসারকে খেলানো যেতে পারে অর্থাৎ সবমিলিয়ে কোন পরিবর্তন হচ্ছে না দলে।

সম্ভাব্য একাদশ:

রোহিত শর্মা, জসশ্বী জয়সওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, রিশভ পন্থ, লোকেশ রাহুল, রবীন্দ্র যাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ সিরাজ, জাসপ্রিত বুমরা, আকাশদীপ।

সব মিলিয়ে জমজমাট টেস্ট ক্রিকেট হতে চলেছে। নিউজিল্যান্ড সম্প্রতি শ্রীলংকার কাছে টেস্ট সিরিজ হেরেছে। তাই তারা তাদের সেরাটা দিতে চায় ভারতে। ভারতের লক্ষ্য সিরিজ ৩ শূন্য করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছবে।

News Source: Check here

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

                                                                                                      

Leave a Comment

Exit mobile version