WB ICDS Recruitment 2024: রাজ্যে 33000 অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ!

ICDS Recruitment: পশ্চিমবঙ্গে ৩৩ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী (icds Karmi) ও অঙ্গনওয়াড়ি সহায়িকা (icds helper) নিয়োগ হতে চলেছে। শুক্রবার বিধানসভায় রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শ্রীমতি শশী পাঁজা একথা জানিয়েছেন।

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অঙ্গনওয়াড়ি কর্মী (icds karmi) ও অঙ্গনওয়াড়ি অসহায়িকা (icds helper) নিয়োগ নিয়ে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা জানান এই নিয়োগে দেরি হওয়ার জন্য দায়ী কেন্দ্রীয় সরকার । তার দাবি কেন্দ্র নিয়োগ সংক্রান্ত বিভিন্ন নিয়ম কানুন পরিবর্তন করার জন্য এই সমস্যা তৈরি হয়েছিল। কিন্তু এই সমস্যা এখন থেকে দূর হলো। এবার সহজে নিয়োগ হবে।

পদের নাম: অঙ্গনওয়াড়ি কর্মী (icds Karmi) ও অঙ্গনওয়া সহায়িকা (icds helper)

শূন্যপদ:

অঙ্গনওয়াড়ি কর্মী: 12 হাজার 28 জন।

অঙ্গনওয়াড়ি সহায়িকা: 20 হাজার 631 জন।

বয়সসীমা: 18 থেকে 35 বছর। আগে 18 থেকে 45 বছর ছিল।

শিক্ষাগত যোগ্যতা:

অঙ্গনওয়াড়ি কর্মী: উচ্চমাধ্যমিক পাশ (HS Pass) হতে হবে।

অঙ্গনওয়াড়ি সহায়িকা: অষ্টম শ্রেণি পাশ হতে হবে।

এতদিন অষ্টম শ্রেণী পাস হলেই অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আবেদন করা যেত।

শূন্যপদের বিবরণ:

শুক্রবার বিধানসভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা- বলেন রাজ্যে মোট 1 লক্ষ 19 হাজার 481 টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে। প্রতিটা কেন্দ্রে একজন করে সহায়িকা ও অঙ্গনওয়াড়ি কর্মী থাকে। বর্তমানে 21 হাজার 492 টি কর্মী ও 13 হাজার 906 টি সহায়িকা পদ শূন্য রয়েছে। সব মিলিয়ে 35 হাজার 398 পদ শূন্য রয়েছে।

বেতন:

অঙ্গনওয়াড়ি কর্মী: 8350 টাকা।

অঙ্গনওয়াড়ি সহায়িকা: 6300 টাকা।

আবেদন: প্রতিটি জেলা আলাদা আলাদা করে শূন্য পদ পূরণের জন্য বিজ্ঞপ্তি জারি করবে। চাকরিপ্রার্থীরা নির্দিষ্ট শূন্য পদের ভিত্তিতে পরীক্ষার মাধ্যমে আবেদন করতে পারবেন এবং শেষে ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচিত হবেন।

আবেদন করার জন্য : Click here

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

Leave a Comment