পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে (Uttar Dinajpur Raiganj) 54 টি অঙ্গনওয়াড়ি সহায়ক (Anwanwady Helper)পদে কর্মী নিয়োগ করতে চলেছে। অঙ্গনওয়াড়ি কর্মী (ICDS Recruitmen tনিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তা দেখে নেওয়া যাক;
বেশ কিছুদিন আগে রাজ্যের মাননীয়া মন্ত্রী শশী পাঁজা ঘোষণা করেছিলেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ( ICDS Recruitment) ও অঙ্গনওয়াড়ি সহায়িকা ( Anwanwady Helper) নিয়োগ করা হবে। সেই মোতাবেক পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়ক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করতে শুরু করেছে। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা (Anwanwady Helper) পদে প্রকাশিত হয়েছে। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তা দেখে নেওয়া যাক।
আরো চাকরি খবর; আসানসোলে অঙ্গনওয়াড়ি সহায়ক নিয়োগ
অঙ্গনওয়াড়ি কর্মী ( ICDS Recruitment) বা অঙ্গনওয়াড়ি সহায়ক পদে নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা, অনলাইন আবেদন প্রক্রিয়া, নিয়োগের পদ্ধতি, সিলেবাস ,বেতন সমস্ত কিছু দেখে নেওয়া যাক । আগ্রহী চাকরিপ্রার্থীরা তাদের নিম্নলিখিত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন।
পদের নাম : অঙ্গনওয়াড়ি সহায়ক( Anwanwady
Helper)
শূন্যপদ: 54 টি।
বয়সসীমা: 21.08. 24 অনুযায়ী বয়স হতে হবে।
নূন্যতম বয়স: 18 বছর।
সর্বোচ্চ বয়স : 35 বছর।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। (12th Pass)
গুরুত্বপূর্ণ তারিখ: উত্তর দিনাজপুরে অঙ্গনওয়াড়ি ( ICDS Recruitment) সহায়িকা নিয়োগ পদে গুরুত্বপূর্ণ তারিখ গুলি হল
অনলাইন আবেদন শুরু হচ্ছে: 21.08.24 থেকে।
অনলাইন আবেদনের শেষ তারিখ: 18.09.2024
শূন্যপদের বিবরণ:
পদের নাম | মোট শূন্যপদ |
অঙ্গনওয়াড়ি সহায়ক( Anwanwady Helper) | 54 টি। |
গুরুত্বপূর্ণ লিংক:
Official Notification Click here
official website Click here
চাকরিপ্রার্থীদের কাছে অনুরোধ আপনারা অফিসিয়াল ওয়েবসাইট এ সমস্ত তথ্য যাচাই করে তবেই আবেদন করবেন।