Holistic Report Card Implement in School: আগামী শিক্ষাবর্ষ ২০২৫ থেকে পশ্চিমবঙ্গের সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুলে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত হোলিস্টিক রিপোর্ট কার্ড (Holistic Report Card) চালু হয়ে যাবে। এই প্রথম এমনই একটি বৃহৎ কার্যক্রম বিদ্যালয়ে চালু হচ্ছে। তবে শিক্ষকদের কোনরকম প্রশিক্ষণ বা ওয়াকসপ ছাড়াই এই কাজ সম্পন্ন করা সম্ভব নয়। সেই জন্যই শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের পক্ষ থেকে কমিশনার অফ স্কুল এডুকেশন, প্রাথমিক শিক্ষা পর্ষদ ও মধ্যশিক্ষা পর্ষদকে গুরুত্বপূর্ণ ডেপুটেশন দেওয়া হলো। কি বলা হয়েছে সেই ডেপুটেশনে দেখে নেওয়া যাক।
পিতৃত্বকালীন ছুটির জন্য কিভাবে আবেদন করতে হয়
শিক্ষানুরাগী ঐক্যমঞ্চে সাধারণ সম্পাদক কিংকর অধিকারী কমিশনার অফ স্কুল এডুকেশনের নিকট যে বিষয়গুলি নিয়ে পদক্ষেপ করার কথা বলেছেন সেগুলি হল;
- এরকম একটি বৃহৎ কাজ বিদ্যালয় স্তরে চালু করার পূর্বে শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে ট্রেনিং বা ওয়াকসপ করা দরকার। কিন্তু সেরকম কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। তা না হলে এরকম একটি কঠিন ও গভীর বিষয় চালু করা কোনোভাবেই কাম্য নয়।
- হলিস্টিক রিপোর্ট কার্ড (Holistic Report Card ) যেভাবে তৈরি করা হয়েছে। তাতে শিক্ষাদানের কাজ ছাড়াও ছাত্র-ছাত্রীদের সার্বিক দিক তুলে ধরার জন্য আলাদাভাবে যথেষ্ট সময় দিতে হবে শিক্ষকদের। তার জন্য সর্বাগ্রে যেটি দরকার সেটি হল বিদ্যালয়ে যথেষ্ট পরিমাণে শিক্ষক ও শিক্ষাকর্মী এবং উপযুক্ত পরিকাঠামো। এর জন্য বিদ্যালয়গুলিতে শিক্ষা বহির্ভূত অন্যান্য বিভিন্ন ধরনের কাজ থেকে শিক্ষকদের সম্পূর্ণ অব্যাহতি দিতে হবে।
- প্রাথমিক বিদ্যালয় গুলিতে শ্রেণী ভিত্তিক শিক্ষক গ্রুপ সি, গ্রুপ ডি কর্মী নিয়োগ করতে হবে। বিদ্যালয়ে কিছু এক/ দুই/ তিন জন শিক্ষক দ্বারা কোনভাবে এই কাজ সুসম্পন্ন করা সম্ভব নয়।
- পাশাপাশি বাংলা শিক্ষা এসএমএস পোর্টাল একেবারে অকেজো একটি পোর্টাল কাজের সময় সম্পূর্ণ অচল থাকে। এই পোর্টাল টিকে নতুন করে কার্যকরী ভাবে গড়ে তোলা প্রয়োজন। আমাদের পক্ষ থেকে আপনার কাছে এই বিষয়গুলি প্রয়োজনীয় পদক্ষেপ করে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। তা না হলে হোলিস্টিক রিপোর্ট কার্ড তৈরির ক্ষেত্রে বিভিন্ন সমস্যা তৈরি হবে।
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ | জয়েন করুন |
আমাদের টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |