পশ্চিমবঙ্গ শিক্ষাদপ্তরের অধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মিলিয়ে প্রায় ১৫ হাজার স্কুল রয়েছে। এর মধ্যে পাঁচ হাজার স্কুলে প্রধান শিক্ষক নিয়োগের (Headmaster Recruitment ) বিধি চূড়ান্ত করে ফেলেছে এসএসসি। কিন্তু এখনো ও পর্যন্ত প্রশাসনের সর্বোচ্চ মহলের অনুমোদন মেলেনি। তবে ইতিমধ্যেই পর্ষদ প্রধান শিক্ষক নিয়োগের শুন্যপদ প্রকাশ করেছে। কোন মাধ্যমে কত শূন্যপদ রয়েছে, তা জেনে নেওয়া যাক;
পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের (WBSED) অধীন সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত কোনগুলিতে এই প্রথম সংরক্ষণের ভিত্তিতে প্রধান শিক্ষক নিয়োগ (Headmaster Recruitment 2024) হবে। পূর্বে প্রধান শিক্ষক পদটি সিঙ্গেল ক্যাডার পদ ছিল। যেখানে পরিচালন সমিতি নিয়োগ পত্র দিত। কিন্তু বর্তমানে নিয়োগ পত্র দেওয়ার ভার মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) হাতে ন্যস্ত করা হয়েছে। জাতিগত সংরক্ষণ (Roster) মেনে কোন মাধ্যমে কত শূন্য পদ রয়েছে সেই তালিকা তৈরি করে ফেলেছে পর্ষদ।
গত বছরের মাঝামাঝি কলকাতা হাইকোর্টের হলফনামায় জানানো হয়েছিল রাজ্যের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলোতে 2325 টি শূন্যপদ রয়েছে।
তবে বর্তমানে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ও শিক্ষা দপ্তরের আভ্যন্তরীণ রিপোর্ট অনুযায়ী প্রায় ৫ হাজার প্রধান শিক্ষক (Headmaster Recruitment) নিয়োগ হবে।
বিকাশ ভবন সূত্রের খবর প্রধান শিক্ষক নিয়োগের (Headmaster Recruitment) রোস্টার মেনে সংশোধিত বিধি গত বছরের মাঝামাঝি সময় তৈরি হয়ে গিয়েছে। এ ব্যাপারে এসএসসি সমস্ত কাজ গুটিয়ে নিয়েছে । তাতে অনুমোদনও মিলেছে। কিন্তু তাতে প্রশাসনের সর্বোচ্চ মহলের অনুমোদন এখনো মেলেনি । কারণ হিসেবে বলা হচ্ছে বিভিন্ন শিক্ষক নিয়োগ মামলায় জর্জরিত রাজ্য। আর তার জেরেই নতুন এই বিধি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার মন্ত্রিসভার অনুমোদন মেলেনি । তবে জানা যাচ্ছে খুব শীঘ্রই তিনি এর অনুমোদন দেবেন।
মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে সংরক্ষণ ভিত্তিক শূন্য পদ জানানো হয়েছে তা দেখে নেওয়া যাক;
ক্যাটেগরি | প্রধান শিক্ষক | প্রধান শিক্ষিকা |
UR | 902 | 241 |
ST | 104 | 28 |
SC | 365 | 98 |
OBC – A | 173 | 47 |
OBC – B | 122 | 33 |
UR (PH-VH) | 18 | 5 |
UR ( PH- HI) | 17 | 5 |
UR (PH-OH) | 17 | 4 |
SC (PH – LD) | 18 | 5 |
এ প্রসঙ্গে অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (APGTWA) পক্ষ থেকে সম্পাদক চন্দন গড়াই বলেন “সিঙ্গেল পোস্টটি সংরক্ষণ বিধি মেনে প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া যাতে আইনি সমস্যায় না পড়ে তা যথাযথ ব্যবস্থা করে দ্রুত প্রধান শিক্ষক নিয়োগ হোক”।
পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কৃষ্ণাংশু মিশ্র বলেন – মেধা ও দক্ষতার ভিত্তিতে প্রধান শিক্ষক নিয়োগ হওয়া উচিত। সংরক্ষণের বাইরে রাখা বাঞ্ছনীয়।