Headmaster/Headmistress Examination Preparation Guide By SHAMIM RAHAMAN: প্রধান শিক্ষক নিয়োগের পরীক্ষা কেমন হয়? কিভাবে প্রধান শিক্ষক নিয়োগের পরীক্ষায় চূড়ান্তভাবে সফল হবেন? কোন কোন বিষয়ে ভালো করে প্রস্তুতি নিতে হবে। প্রধান শিক্ষক নিয়োগের পরীক্ষায় চূড়ান্তভাবে সফল হওয়া প্রধান শিক্ষক শামীম রহমানের স্যারের কাছ থেকে বাস্তব অভিজ্ঞতা সহ দেখে নেওয়া যাক। প্রধান শিক্ষক নিয়োগের পরীক্ষায় শামীম রহমান স্যার ফোর্থ রেঙ্ক করেছিলেন। কিভাবে প্রস্তুতি নিতে হবে । তিনি নিজেই জানিয়েছেন দেখে নেওয়া যাক।
সূচিপত্র
HIGH/ HS স্কুলের HM নিয়োগের পদ্ধতিটি ঠিক কী ?
উত্তর – এসএসসি পরীক্ষার মাধ্যমে। পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন প্রধান শিক্ষকের নিয়োগের পরীক্ষা নিয়ে থাকে।
এই পরীক্ষায় বসার জন্য যোগ্যতা কী লাগে ?
উত্তর – 50 % মার্কস সহ মাস্টার ডিগ্রি ও BEd। দশ বছরের টিচিং এক্সপেরিয়েন্স। বয়স – 55 বছরের মধ্যে।
PASS/ HONS/ PG স্কেলে কর্মরত শিক্ষকরা সবাই কী এই পরীক্ষায় বসতে পারবে ?
উত্তর – হ্যাঁ যে কোনো স্কেলের টিচাররা যদি উপরে উল্লেখিত যোগ্যতা রাখেন তাহলে তাঁরা এই পরীক্ষায় বসতে পারবেন ।
কোনোও টিচার যদি কর্মরত অবস্থায় PG ডিগ্রি অর্জন করে থাকেন তাঁকে কী ঐ ডিগ্রি অর্জন করার জন্য কোনো পারমিশন নিতে হবে এই পরীক্ষায় বসার জন্য ?
উত্তর – হ্যাঁ উক্ত পড়াশোনা করার জন্য এমসি এর পারমিশন নিতে হবে। সেই রেজোলিউশন এর কপি HM নিয়োগের ইন্টারভিউ এর সময় দেখতে চাইতে পারে।
এই পরীক্ষাটা কী খুব কঠিন ?
মোটেই না। ইংলিশ / ম্যাথ যাঁদের সাবজেক্ট তাঁদের একটু সুবিধা হয় । কিন্তু অন্য সাবজেক্টের টিচাররাও এই পরীক্ষায় সহজেই সফল হতে পারেন। ইংলিশ / ম্যাথটা থাকে মাধ্যমিক লেভেলের। সিলেবাসের বাকি অংশটা এডুকেশন ও স্কুল ম্যানেজমেন্ট সংক্রান্ত। সেটা সবার জন্যই সমান কঠিন বা সহজ হবে।
GOVT SPONSORED
স্কুলের HM নিয়োগের পরীক্ষার অ্যাড কী এ বছর বেরিয়েছে বা তার সিলেবাস কী দিয়েছে ?
অ্যাড বেরোয়নি। একটা সিলেবাস WBSSC এর ওয়েবসাইটে আছে 2017 এর পরীক্ষার। সম্ভবত সেরকমই কিছু থাকবে। সেটা ধরেই আপাতত প্রস্তুতি শুরু করা যায়।
প্রধান শিক্ষক নিয়োগের প্রস্তুতি নিতে অনলাইন মক টেস্ট দেয়া হয়েছে দেখে নিন
BEd এর বই কি পড়বো?
উত্তর – 1) Educational Philosophy of Gandhi, Rabindranath, Jiddu Krishnan , Dewey, Skinner, Piaget, Vygotsky, Robinson, Vidyasagar , Aurobindo, Vivekananda, Macor
2) Radhakrishnan, Mudaliar and Kothari Commission,
3) NPE 1986, NEP 2020, WB SEP 2023.
4) Program of Action, Yashpal Committee – Learning without burden, Inclusive education
5) NCF 2005, RTE ACT 2009,WB RTE RULES, 2012
6) Bloom’s Taxonomy, Cognitive and social constructivism,
7) ICT in classroom
8) Education system in USA
9) Initiative in school education in West Bengal since 2011
10) New curriculum, textbook, CCE , PEACOCK Model in school education in West Bengal
English এর জন্য কী পড়বো?
উত্তর – মাধ্যমিক লেভেলের ইংলিশ গ্রামার বইগুলি থেকে এবং প্রতিযোগিতামূলক বইগুলি থেকে এইগুলি পড়ুন –
1) Question and answer from Unseen Passage
2) Gender change, number change, voice
change, narration change, verb forms, articles and prepositions, pharasal verbs, error correction, antonym and synonym
অঙ্কের প্রস্তুতি কী ভাবে নেবো ?
উত্তর – অঙ্কের জন্য প্র্যাক্টিস করতে হবে। একেবারে ক্লাস ফাইভ এর বই থেকে শুরু করে ক্লাস নাইন টেনের অঙ্ক বইয়ের এইগুলি প্র্যাক্টিস করুন – মৌলিক ও যৌগিক সংখ্যা, জোড় বিজোড় সংখ্যা, সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, বর্গমূল, গ সা গু, ল সা গু, শতকরা, একক, সময় ও কার্য, অনুপাত, সমানুপাত, সরল ও চক্রবৃদ্ধি সুদ, অংশীদারি করবার, ত্রিভূজ, চতুর্ভূজ, বৃত্তের ক্ষেত্রফল ও পরিসীমা, চোঙ, শঙ্কু, আয়তঘন, ঘনক, গোলকের তলের ক্ষেত্রফল ও আয়তন, গড় ও মীন, পিথাগোরাসের উপপাদ্য সংক্রান্ত অঙ্ক।
স্কুল অ্যাডমিনিস্ট্রেশন ও ম্যানেজমেন্ট সংক্রান্ত বিষয়গুলির প্রস্তুতি কেমন হবে ?
প্রথমেই পড়ে ফেলুন পশুপতি ঘোষের মুসকিল আসান নামক প্রশ্নোত্তরের বইটা। এরপর বিভিন্ন অ্যাক্ট, রুলস, জি ও গুলির টেক্সটগুলি পড়ে নিন বি বি কুণ্ডুর হেডমাষ্টার ম্যানুয়াল থেকে। প্রয়োজনে ইন্টারনেট সার্চ করুন। এই সেকশনটা কিন্তু গুরুত্বপূর্ন। ইন্টারিউয়ের জন্যও। এখানে যেগুলি ভালো করে দেখবেন –
1) অ্যাডমিশন – ক্লাস এইট পর্যন্ত ও ক্লাস নাইনের পরবর্তী ক্লাসগুলোর ক্ষেত্রে RTE RULES অনুযায়ী।
2) Health safety and disaster management in school। এই অংশটা বি এড এর বইয়ে পেতে পারেন।
3) শিশুদের ফিজিক্যাল, ইমোশনাল, ও মানসিক নিরাপত্তা । BEd এর বইয়ে পাবেন।
4) RTE অনুযায়ী মেয়েদের শিক্ষার অধিকার সুনিশ্চিতকরণ।
5) CWSN, Weaker section এর বাচ্চাদের অধিকার সুরক্ষিত করা RTE অনুযায়ী।
6) বর্তমানে রাজ্যে চালু পাঠ্যক্রম, পাঠ্যবই, CCE, PEACOCK MODEL, সেগুলির বৈশিষ্ট্য, তাদের প্রয়োগ, প্রয়োজনীয়তা।
7) চাইল্ড সেন্ট্রিক এডুকেশন, অ্যাক্টিভ চাইল্ড পলিসি, সহ পাঠক্রমিক কার্যাবলী, স্কুলে সংস্কৃতির ও খেলাধূলার চর্চা।
8) বিদ্যালয়ের ম্যানেজমেন্ট ও ডিসিপ্লিন এর ক্ষেত্রে HOI এর ভূমিকা ।
9) POWERS AND DUTIES OF HM ( মেমো নং 215 SE, ডেট – 8/3/2018 দেখুন)
10) টিচারদের কোড অফ কন্ডাক্ট। মেমো নং 214 SE, ডেট -8/3/2018 দেখুন।
11) এমসির গঠন ( SPONSORED ও AIDED দুটোই) ও কার্যাবলী। একাডেমিক কাউন্সিল ও স্টাফ কাউন্সিল এর ভূমিকা।
12) স্কুল ডেভলপমেন্ট প্ল্যান ও অডিট।
13) CASHBOOK, ডেবিট ক্রেডিট ভাউচার , বিল কীভাবে রাখা হয়
14) স্টাফ প্যাটার্
15) স্কুল টাইম টেবিল ও অ্যানুয়াল অ্যাকাডেমিক ক্যালেন্ডার।
16) বিভিন্ন স্কুল রেকর্ডস।
17) স্কুল ও সমাজ
18) চাকরির রেকমেন্ডেশন, বিভিন্ন ধরনের টিচারদের ক্যাটাগরি, বেতনক্রম, APPROVAL, কনফার্মেশন, এডিশনাল ও রেগুলার পোস্ট, এডিশনাল পোস্ট RETENTION, BREAK SERVICE, CONDONATION OF BREAK SERVICE , পেনশন, পি এফ, এরিয়ার CLAIM, স্কুলের BANK ACCOUNT ও সেগুলির অপারেটর কারা হবেন, ট্রান্সফার এর নিয়মাবলী,LEAVE RULES, LIEN, HRA এর নিয়ম, বিভিন্ন ROPA ( বিশেষ করে ROPA 2019 ), সার্ভিস বুক সম্পর্কে ধারণা, মেমো নং প্রদান পদ্ধতি।
19) ACTS – WBBSE অ্যাক্ট 1963, WBCHSE অ্যাক্ট, 1975, RTE অ্যাক্ট 2009, WB RTE RULES, 2012, WB EXPENDITURE CONTROL অ্যাক্ট,2005, WB পঞ্চায়েত অ্যাক্ট,1973, মিউনিসিপ্যাল অ্যাক্ট, RTI অ্যাক্ট, 2005।
বিশেষ টিপস:
বিশেষ করে মনে রাখুন সিলেবাসটা দেখতে অনেকটা বড় মনে হলেও এগুলো গল্পের ছলে পড়ে নেওয়া যায় এবং প্রশ্ন আসে একেবারে ভাসা ভাসা। বেশি গভীরে যায় না। তাই মোটামুটি একটা ধারণা তৈরি করতে পারলেই যথেষ্ট এই পরীক্ষার জন্য। তবে অ্যাড এর অপেক্ষায় সময় নষ্ট না করে প্রস্তুতি শুরু করা উচিত এখন থেকেই। শুভ কামনা রইলো ভবিষ্যত হেডস্যার / হেড ম্যাডামদের জন্য। এ ব্যাপারে ভবিষ্যতে বিষয়ভিত্তিক আলোচনা করবো সময় ও সুযোগ পেলে। —
SHAMIM RAHAMAN, HM।
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ | জয়েন করুন |
আমাদের টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |