HDFC Bank Recruitment 2024: এইচডিএফসি ব্যাঙ্ক বিভিন্ন শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে!

উচ্চ মাধ্যমিক পাশে HDFC ব্যাংকের চাকরির সুযোগ। HDFC ব্যাংকে কর্মী নিয়োগের (HDFC Bank Recruitment 2024) বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা কিভাবে আবেদন করবেন তা দেখে নিন:

পশ্চিমবঙ্গে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি আবেদন করুন

১. পদের নাম :

ব্যাংক অফিস এক্সিকিউটি, রিলেশনশিপ ম্যানেজার, এক্সিকিউটিভ অফিসার, ডাটা এন্ট্রি অপারেটর, কেউ আইসি ভেরিফিকেশন, ব্যাংকিং অফিসার।

২. মোট শূন্য পদ : ৩৮০ টি ।

৩. বয়স সীমা :

এই পদে আবেদনের জন্য আগ্রহীপ্রার্থী সর্বনিম্ন বয়স ২০ বছর থেকে সর্বোচ্চ বয়স ৩১ বছরের মধ্যে হতে হবে।

৪. বেতন :

নিয়োগকারীদের মাসিক বেতন ১৮০০০ টাকা থেকে ২৩৬০০ টাকা ।

৫. নিয়ম :

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কর্মীদের নিয়োগ করা যাবে।

৬. শিক্ষাগত যোগ্যতা :

আবেদনকারীদের অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। এছাড়াও আগ্রহী প্রার্থীদের কম্পিউটার বিষয়ে নলেজ থাকতে হবে।

৭. নিয়োগ পদ্ধতি :

এই পদের চাকরি জন্য আবেদনকারীদের আগে থেকে কোনো রকম পরীক্ষা দিতে হয় না সরাসরি ইন্টারভিউ দিতে হয় এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হয়। আবেদনকারীরা ইন্টারভিউ সিলেকশন হলেই তারা কাজে যুক্ত হতে পারে।

৮. ইন্টারভিউয়ের সময়সীমা :

সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এই পদের চাকরির জন্য ইন্টারভিউ হবে।

৯. ইন্টারভিউ এর প্রক্রিয়া :

নির্দিষ্ট সময় কিছুটা আগে ডকুমেন্টসহ ফরমাল পোশাকে ইন্টারভিউতে পৌঁছাতে হবে। তবে কেউ অশ্লীল পোশাক এবং জিন্স টপ পড়ে গেলে তাদেরকে অ্যালাও করা হবে না। কবে কোথায় ইন্টারভিউ হবে সেটা নিচে দেওয়া ফোন নাম্বারে ফোন করে জেনে নিন।

১০. চাকরির ধরন :

এই চাকরির ধরনটি হল স্থায়ী এবং রেগুলার । এছাড়াও কাজের ভিতরে ছয় থেকে নয় মাসের মধ্যে কর্মীদের প্রমোশন দেওয়া হবে।

১১. ডকুমেন্ট :

  • জন্ম প্রমাণপত্র।
  • পরিচয় পত্র যথা আধার কার্ড ও ভোটার কার্ড ।
  • রঙিন পাসপোর্ট সাইজের ছবি।
  • আবেদনকারী স্বাক্ষর।
  • মাধ্যমিকের এডমিট কার্ড।
  • উচ্চ মাধ্যমিকের মার্কশীট ।
  • বায়োডাটা।
    Contact Number : 9038525386/ 7439819824

গুরুত্বপূর্ণ লিংক:

For Online application: Click here

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

                                                                                                      

Leave a Comment

Exit mobile version